পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

ইথানল মিশ্রিত পেট্রোলিয়াম কর্মসূচির আওতায় আখ ও খাদ্যশস্য থেকে উৎপাদিত ইথানলের ব্যবহার বাড়াতে সরকার উৎসাহ দিচ্ছে

Posted On: 26 JUL 2021 6:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২১

কেন্দ্রীয় সরকার তেল বিপণন সংস্থাগুলির মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি রূপায়ণ করছে। এই কর্মসূচির মাধ্যমে পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো হচ্ছে, যাতে আমদানি নির্ভরশীলতা হ্রাস করে দূষণমুক্ত জ্বালানীর ব্যবহার বাড়ানো যায় এবং কৃষি ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ২০১৯ – এর ৫ ফেব্রুয়ারি তেল বিপণন সংস্থাগুলিকে এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভারতীয় মানক ব্যুরো’র পন্থা মেনে ১০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করতে হবে।
এই লক্ষ্যে সরকার ২০১৪ থেকে খাদ্য বহির্ভূত সামগ্রী, যেমন – ফসলের খোসা, খড়, বাঁশ প্রভৃতি থেকে উৎপাদিত ইথানল সংগ্রহে অনুমতি দিয়েছে। ইথানলের ব্যবহার বাড়াতে সরকারের এই পদক্ষেপ গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, আখ ও খাদ্যশস্যের অবশিষ্টাংশের ব্যবহার বাড়াতে সাহায্য করবে। এদিকে ইথানল মিশ্রিত পেট্রোলিয়াম কর্মসূচির জন্য ইথানলের ওপর জিএসটি হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ইথানলের অবাধ সরবরাহে শিল্পোন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনের সংশোধন করা হয়েছে। এছাড়াও, দেশে ইথানলের উৎপাদন বাড়াতে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে।
লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য দেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি।

CG/BD/SB



(Release ID: 1739156) Visitor Counter : 121


Read this release in: English