রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি ভবন এবং রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ১ আগষ্ট থেকে সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হবে

Posted On: 23 JUL 2021 1:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২১

রাষ্ট্রপতি ভবন এবং রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ১ আগষ্ট থেকে পুনরায় সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। করোনা জনিত পরিস্থিতিতে গত ১৪ এপ্রিল থেকে রাষ্ট্রপতি ভবন এবং রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় সর্বসাধারণের দর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
সরকারি ছুটি ব্যতিরেখে প্রতি সপ্তাহের শনি ও রবিবার রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করা যায়। আগে থেকে বুক করে দিনে তিনটি পর্যায়ে সর্বসাধারণ রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করতে পারেন। এই সময় গুলি হচ্ছে, সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা, সাড়ে বারোটা থেকে দেড়টা এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটে। এক এক পর্যায়ে মোট ২৫ জন করে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় সর্বসাধারণের জন্য খোলা থাকে সপ্তাহের ছয়দিন, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত। সরকারি ছুটি ব্যতিরেখে আগে থেকে বুক করে এই সংগ্রহালয় পরিদর্শন করা যায়। রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় পরিদর্শনের সময়- সকাল সাড়ে নটা থেকে এগারোটা, সাড়ে এগারোটা থেকে দুপুর একটা, বেলা দেড়টা থেকে বিকেল তিনটে এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা।
প্রতিটি পর্যায়ে ৫০ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
দর্শনার্থীর রাষ্ট্রপতি ভবন এবং রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় পরিদর্শনের জন্য অনলাইনে বুক করতে পারবেন।
এর ওয়েবসাইট নম্বর-
https://presidentofindia.nic.in
Or, https://rashtrapatisachivalaya.gov.in
Or, https://rbmuseum.gov.in

CG/SB

 



(Release ID: 1738519) Visitor Counter : 148


Read this release in: English