প্রধানমন্ত্রীরদপ্তর

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি এবং মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদের ২৩শে জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

Posted On: 23 JUL 2021 12:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩শে জুলাই, ২০২১

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ) –এর ৭৬তম অধিবেশনে নির্বাচিত সভাপতি এবং মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
৭ই জুলাই নিউইয়র্কে নির্বাচিত হওয়ার পর মি. শাহিদ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের জন্য সভাপতি হিসেবে কাজ করার আগে ভারত সফর করলেন।
প্রধানমন্ত্রী বিপুল ভোটে বিজয়ের জন্য় মি. শাহিদকে অভিনন্দন জানান। তিনি বলেন, এর মধ্যদিয়ে আন্তর্জাতিক স্তরে মালদ্বীপের গুরুত্ব যে বৃদ্ধি পাচ্ছে, তা প্রতিফলিত হল।
প্রধানমন্ত্রী “আশায় ভরা সভাপতিত্ব” শীর্ষক ভাষণের জন্য নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মি. শাহিদকে আশ্বস্ত করে বলেন, সভাপতি হিসেবে তাঁর কার্যকালে ভারত সব রকমের সহযোগিতা ও সমর্থন দেবে।
প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের বিভিন্ন সংগঠন সহ বহুস্তরীয় ব্যবস্থাপনার সংস্কারের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেন, বিশ্বের বর্তমান বাস্তবতা অনুযায়ী এবং বৃহৎ জনগোষ্ঠীর আকাঙ্খা পূরণের জন্য এটি খুব প্রয়োজন।
প্রধানমন্ত্রী এবং মি. আবদুল্লা সাম্প্রতিক বছরগুলিতে ভারত, মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো নিবিড় হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কোভিড – ১৯ মহামারীর মধ্যেও দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। শ্রী মোদী, ভারতের “ প্রতিবেশী প্রথম” নীতি এবং সাগর কর্মসূচীর গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে মালদ্বীপকে বর্ণনা করেছেন।

CG/CB/SFS


(Release ID: 1738492) Visitor Counter : 191


Read this release in: English