স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিডের বিষয়ে তথ্য আদান প্রদানের বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো, বিওসি, দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও'র আধিকারিক এবং আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকদের জন্য মতবিনিময় সভার আয়োজন করেছে
प्रविष्टि तिथि:
23 JUL 2021 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি,২৩ জুলাই,২০২১
ইউনিসেফের সহযোগিতায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আজ কোভিড আচারণ বিধির গুরুত্বের বিষয়ে সচেতনতা তৈরিতে এবং দেশের প্রান্তিক অঞ্চলে টিকাকরণ ও বিশেষত টিকা নেওয়ার ক্ষেত্রে গুজবের বিরুদ্ধে জন সচেতনতা গড়ে তুলতে প্রেস ইনফরমেশন ব্যুরো, বিওসি, দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও'র আধিকারিক, ক্ষেত্রীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব শ্রী লভ
আগরওয়াল সভায় বক্তব্য রাখেন। ডিডি নিউজ, অল ইন্ডিয়া রেডিও, বিওসি, প্রেস ইনফরমেশন ব্যুরো এবং কেন্দ্রীয় সরকারের মিডিয়া সংস্থার প্রায় দেড়শ জন আধিকারিক এবং ক্ষেত্রীয় পর্যায়ের সাংবাদিক এই সভায় যোগ দেন।
কোভিড আচারণ বিধির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলা এবং বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচিতে মানুষের অংশগ্রহণের অনুপ্রেরণামূলক কাহিনী সম্প্রচার করার জন্য শ্রী লভ আগরওয়াল সংবাদ মাধ্যমের আধিকারিক ও কর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।এই ধরনের প্রয়াস কোভিডের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে গতি সঞ্চার করবে বলেও তিনি জানান। শ্রী আগরওয়াল বলেন কোভিডের বিরুদ্ধে এক টানা লড়াই চলছে এবং এখানে আত্মতৃপ্তির কোনও সুযোগ নেই। তিনি সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সাধারণ মানুষকে টিকা গ্রহণের বিষয়ে উৎসাহ যোগাতে আহ্বান জানান। গুজবে কান না দিয়ে নির্দ্বিধায় টিকা গ্রহণের আর্জি জানান তিনি।দেশে বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।সংক্রমণ প্রসার রোধে কনটেইনমেন্ট জোন এবং ক্লিনিকাল ম্যানেজমেন্টের উপর জোর দেন লভ আগরওয়াল। তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউ এখনও যায় নি।তাই এখন থেকে কোভিড আচারণ বিধি উপেক্ষা করলে আবার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।কোভিড আচরণ বিধি সম্পর্কে বৃহত্তর অংশের জনগনকে শিক্ষিত ও সচেতন করে তুলতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক উদ্যোগ গ্রহনের আবেদন জানান তিনি। এ দিন প্রেস ইনফরমেশন ব্যুরো, বিওসি, দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও'র আধিকারিক এবং আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি।
CG/SS
(रिलीज़ आईडी: 1738489)
आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English