দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক

দক্ষ শ্রমিকদের কাজের সুযোগ বাড়িয়ে তুলতে সরকারের উদ্যোগ

Posted On: 23 JUL 2021 7:49PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩  জুলাই, ২০২১

 

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় দক্ষ শ্রমিকদলকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ হিসেবে রিকগনিশন অফ প্রায়োর লার্নিং-এ যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। নির্দিষ্ট কাজ জানা প্রার্থীরা এই শিবিরে যোগদানের মাধ্যমে কাজের সন্ধান পান। প্রার্থীদের ১২ ঘণ্টার একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হয়। ১০ই জুলাইয়ের হিসেব অনুযায়ী দেশজুড়ে ২২ হাজার রিকগনিশন অফ প্রায়োর লার্নিং শিবিরে প্রায় ২৩ লক্ষ প্রার্থী প্রশিক্ষিত হয়েছেন।   

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ১০ জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১ কোটি ৩৭ লক্ষ প্রার্থী এই শিবিরে নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে ১ কোটি ২৯ লক্ষের প্রশিক্ষণ শেষ হয়েছে।   

ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় বিভিন্ন শিল্পসংস্থা্র  কাজের চাহিদা পূরণে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার পাঠক্রম তৈরিতে সেক্টর স্কিল কাউন্সিল সাহায্য করেছে। এই প্রকল্পে যেসব সংস্থা প্রশিক্ষণ দেয় তারা কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রেও সাহায্য করে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রশিক্ষণের জন্য বরাদ্দ অর্থের ৩০ শতাংশ দেওয়া হয়। প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের কাজের সন্ধান দিতে নানাভাবে সাহায্য করা হয়।  

সেক্টর স্কিল কাউন্সিলের সাহায্যে প্রশিক্ষণ কেন্দ্র এবং যারা এই প্রশিক্ষণ দিতে সাহায্য করেছে, সেই প্রযোজক সংস্থা রোজগার মেলার আয়োজন করে।  

মহিলা, ভিন্নভাবে সক্ষম এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা যাতে কাজ খুঁজতে সমস্যায় না পড়েন, তার জন্য প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। 

এ ছাড়াও প্রার্থীদের কাজ খোঁজার জন্য যাতায়াত বাবদ এককালীন ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। 

কিছু কিছু প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী বিশেষ ধরণের পাঠক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে।  

শিবিরে প্রশিক্ষণ শেষে যেসব প্রার্থী মাসিক ১৫ হাজার টাকা বেতনের চাকরি পান, তাদের  কাজ খুঁজে দিতে সাহায্য করায় প্রশিক্ষণ কেন্দ্রকে ৫ হাজার টাকা দেওয়া হয়। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা ও শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।

 

CG/CB/NS



(Release ID: 1738292) Visitor Counter : 135


Read this release in: English