প্রতিরক্ষামন্ত্রক

মহারাষ্ট্রের রত্নাগিরিতে ভারতীয় বিমান বাহিনীর ত্রাণ সহায়তা

Posted On: 23 JUL 2021 5:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২১

মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় চিপলুন এবং খেদ শহর দুটি থেকে ত্রাণকার্যে সহায়তার জন্য ভারতীয় বিমান বাহিনী গতকাল দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ বার্তা পায়। এই বার্তার প্রেক্ষিতে ভারতীয় বিমানবাহিনী চটজলদি পদক্ষেপ গ্রহণ করে। আবহাওয়ার সামান্য উন্নতি হলেই বেলা ৩টে ৪০ মিনিট নাগাদ মুম্বাই থেকে এমআই-১৭ IV হেলিকপ্টার রত্নাগিরিতে পাঠানো হয়। কিন্তু, প্রতিকূল আবহাওয়ার দরুণ এবং সন্ধ্যা নেমে আসায় ত্রাণকার্য বন্ধ রাখতে হয়।
এদিকে আজ সকালে রত্নাগিরিতে থাকা হেলিকপ্টারটিতে ত্রাণকার্য শুরু হয়। মুম্বাই থেকে এনডিআরএফ – এর ১০ সদস্যের একটি দলকে অন্য একটি হেলিকপ্টারে রত্নাগিরিতে পাঠানো হয়েছে।
আজ রত্নাগিরি থেকে বেলা ১১টা ৩৫ নাগাদ একটি হেলিকপ্টার উদ্ধারকার্য শুরু করে এবং রত্নাগিরিতে ফিরে আসার পূর্বে দু’জন ব্যক্তিকে উদ্ধার করে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই রত্নাগিরি জেলায় বন্যায় ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য দুটি এমআই-১৭V৫ এবং দুটি এমআই-১৭ হেলিকপ্টার মোতায়েন করেছে। আপৎকালীন পরিস্থিতিতে কাজে লাগানোর জন্য পুণে আরও একটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

CG/BD/SB



(Release ID: 1738225) Visitor Counter : 138


Read this release in: English