প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ভারতীয় সেনার স্কিইং অভিযান ‘আর্মেক্স ২০২১’কে স্বাগত জানিয়েছেন
Posted On:
23 JUL 2021 5:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২১
হিমালয় পর্বতশৃঙ্গ বরাবর সেনাবাহিনীর স্কিইং অভিযানের আজ সমাপ্তি হয়েছে। এই অভিযানে লাদাখে কারাকোরাম পাস থেকে শুরু করে ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে উত্তরাখন্ডের মালারিতে শেষ হয়। অভিওযান চলাকালীন সেনা অভিযাত্রী দলের সদস্যরা হিমালয় অঞ্চলের বেশ কিছু জনমানব শূন্য এলাকার তথ্য সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় অভিযাত্রী দলের সদস্যরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীর সাহসিকতা, নিষ্ঠা ও প্রাণশক্তির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দেশের সুরক্ষা ও নিরাপত্তা নিরাপদ হাতেই রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী সিং আজ নতুন দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর স্কিইং অভিযাত্রী দলের সদস্যদের স্বাগত জানিয়েছে। সুউচ্চ হিমালয় বরাবর লাদাখের কারাকোলাম পাস থেকে উত্তরাখন্ডের মালারি পর্যন্ত পরিচালিত হয়। উল্লেখ করা যেতে পারে, গত ১০ মার্চ লাদাখে কারাকোলাম গিরিপথে আর্মেক্স স্কিইং অভিযানের সূচনা হয়। সুদীর্ঘ ১১৯ দিন ধরে সেনা অভিযাত্রী দলের সদস্যরা চরম প্রতিকূল পরিবেশ ও ভৌগোলিক প্রতিকূলতা জয় করে গত ৬ জুলাই অভিযানের শেষ পর্যায়ে উত্তরাখন্ডের মালারিতে এসে পৌঁছয়। অভিযানের সময় সেনা অভিযাত্রী দলের সদস্যরা প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের মানুষের সঙ্গেও মতবিনিময় করেন।
এই উপলক্ষে শ্রী সিং চ্যালেঞ্জপূর্ণ অভিযান সাফল্যের সঙ্গে শেষ করার জন্য অভিযাত্রী দলের প্রশংসা করে বলেন, পুরো যাত্রাপথে দলের সদস্যরা অসাধারণ সাহসিকতা ও ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন। দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিরাপদ হাতেই রয়েছে। সেনার এই অভিযান দেশে নতুন প্রজন্মকে দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণের প্রতি আরও উৎসাহিত করবে।
অভিযাত্রী দলের প্রধান মেজর এ কে সিং প্রতিরক্ষা মন্ত্রীকে জানান, সমগ্র যাত্রাপথে একাধিকবার এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যেখানে দলের সদস্যদের দৃঢ় সংকল্পের যাচাই হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান সীমান্ত লাগোয়া ও দূরবর্তী অঞ্চলের গ্রামগুলির মানুষের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ককে আরও জোরদার করবে।
এই উপলক্ষে শ্রী সিং আর্মেক্স-২১ অভিযাত্রী দলের সদস্যদের সংবর্ধনা দেন। অভিযাত্রী দলের যাত্রা সমাপ্তি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এম এম নার্ভানে সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
CG/BD/SB
(Release ID: 1738224)
Visitor Counter : 220