স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

৪২ কোটিরও বেশি কোভিড-১৯ টিকা প্রদান করে ভারত এক মাইলফলক লাভ করেছে

Posted On: 23 JUL 2021 2:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২১

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য আনুযায়ী দেশে মোট ৫১ লক্ষ ৯৪ হাজার ৩৬৪টি কোভিড টিকাকরণ পর্বের মাধ্যমে ৪২ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩০টি টিকার ডোজ প্রদান করা হয়েছে। কোভিড টিকাকরণের ক্ষেত্রে ভারত এক মাইলফলক লাভ করেছে। গত ২৪ ঘণ্টায় ৫৪ লক্ষ ৭৬ হাজার ৪২৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ টিকাকরণে গতি আনতে এবং সারা দেশে এর পরিধি বিস্তারে প্রতিশ্রুতি বদ্ধ। এরই অঙ্গ হিসেবে গত ২১ জুন থেকে সার্বিক কোভিড-১৯ টিকাকরণের নতুন অধ্যায় শুরু হয়েছে। ইতিমধ্যে দেশে ৩ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯ জন মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭৪০ জন। দেশে আরোগ্যের হার ৯৭.৩৬ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এই নিয়ে টানা ২৬ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বিত প্রয়াসে এই সুফল মিলেছে।
ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৫১৩ জন। সক্রিয় রোগীর হার ১.৩০ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ৬৮ হাজার ৫৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত দেশে ৪৫ কোটি ২৯ লক্ষ ৩৯ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

CG/SS/SKD



(Release ID: 1738105) Visitor Counter : 213


Read this release in: English