বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ ভারতীয় লেখকদের জন্য অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই, ২০২১
সারা ভারত থেকে মোট ৭৫ জন লেখককে মনোনীত করা হবে

Posted On: 20 JUL 2021 9:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২১

তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার পাশাপাশি তরুণ শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই ন্যাশনাল বুক ট্রাস্ট এবং শিক্ষা মন্ত্রকের যৌথ সহযোগিতায় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে তরুণ লেখকদের জন্য একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মেন্টরশিপ প্রকল্পের আওতাধীন এই প্রতিযোগিতা মাইগভ প্লাটফর্ম ব্যবহার করে করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শেষ দিন ৩১ জুলাই, ২০২১ ধার্য করা হয়েছে।
এই প্রতিযোগিতার মাধ্যমে ৭৫ জন লেখককে মনোনীত করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ১৫ আগস্ট ঘোষণা করা হবে। গত ১৯ জুলাই পর্যন্ত প্রায় ৫ হাজার লেখকের বই জমা পড়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন পত্র পাঠাতে হবে nbtindia.gov.in এবং MyGov.in এই দুটি ওয়েবসাইটে।
প্রতিযোগীদের ৫ হাজার শব্দের একটি পান্ডুলিপি পাঠাতে বলা হয়েছে। বিজয়ীদের ৬ মাসের জন্য ৫০ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

CG/ SB

 



(Release ID: 1737371) Visitor Counter : 134


Read this release in: English