প্রধানমন্ত্রীরদপ্তর

আষাঢ়ী একাদশী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 20 JUL 2021 5:52PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২০ই জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আষাঢ়ী একাদশী উপলক্ষ্যে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে সকলকে আমার শুভেচ্ছা জানাই। এই বিশেষ দিনে ভগবান বিট্টলের আশীর্বাদে আমাদের জীবন পরিপূর্ণ আনন্দময় হয়ে উঠুক ও আমরা সুস্বাস্থ্যর অধিকারী হই। বারকারি আন্দোলন আমাদের ঐতিহ্যের প্রতিফলন, যেখানে সাম্য ও সম্প্রীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।“

CG/CB


(Release ID: 1737268) Visitor Counter : 182


Read this release in: English