বিদেশমন্ত্রক

মুম্বাইয়ে আজ আইসিসিআর-এর পক্ষ থেকে ঐতিহ্যবাহী ও লোকশিল্পীদের জন্য একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম- 'কালা বিশ্ব'এর সূচনা করা হয়েছে

Posted On: 18 JUL 2021 5:22PM by PIB Kolkata

মুম্বাই, ১৮জুলাই, ২০২১

 

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) আজ তার মুম্বাই কেন্দ্র থেকে ‘কালা বিশ্বা’ নামে একটি নতুন প্রচারাভিযানের সূচনা করেছে।  আইসিসিআর'এর সভাপতি এবং শিক্ষা, মহিলা, শিশু ও যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডঃ বিনয় সহস্রবুদ্দে, এদিন "কলা বিশ্ব" প্রচারাভিযানের আওতায় প্রথম কর্মসূচির উদ্বোধন করেন।  এই প্রচারাভিযানের আওতায় আগামী ৬ মাস ধরে পর্যায়ক্রমে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে,যাতে ঐতিহ্যবাহী লোক শিল্পী, স্থানীয় শিল্পী / কলাকুশলীদের কাছে পৌঁছানো যায়  এবং গ্রামাঞ্চল থেকে আগত শিল্পীরা  কোভিড -১৯ এর কঠিন সময়ে তাদের অভিনয় তুলে ধরার সুযোগ ও প্ল্যাটফর্ম পান। 

অনুষ্ঠানে ডঃ সহস্রবুদ্দে জানান , মুরালি,বাসুদেব বা দশাবতার এর মতো ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা যাতে কোভিডের এই কঠিন সময়ে তাদের শিল্পকর্ম উপস্থাপন করতে পারেন,সেই লক্ষ্যে আইসিসিআর মুম্বাইয় 'কলা বিশ্ব' নামে অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের সতেরোটি আইসিসিআর কেন্দ্রে প্রতি মাসে দুই থেকে তিনটি আনুষ্ঠান উপস্থাপন করা হবে বলেও তিনি জানান ।  মুম্বই, পুনে এবং গোয়া কেন্দ্রগুলিতে আজ থেকে এই প্রচার শুরু হয়েছে বলেও ডঃ সহস্রবুদ্দে উল্লেখ করেন  । তিনি আরও বলেন, এই অনুষ্ঠান আইসিসিআরের সঙ্গে  যুক্ত বিদেশী শিক্ষার্থীদের ভারতের লোকসংস্কৃতি সম্পর্কে  বুঝতে সহায়তা করবে।

আইসিসিআর সম্পর্কে বলতে গিয়ে ডঃ সহস্রবুদ্দে উল্লেখ করেন যে, এই সংস্থা ভারত এবং অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ক্ষেত্রে উৎসাহ প্রদান করে থাকে। তিনি আরও বলেন, ১ লক্ষেরও বেশি  শিক্ষার্থী ভারতে পড়াশুনার জন্য বিদেশ থেকে  আসেন এবং আইসিসিআর তাদের শিক্ষাকতা ও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তোল ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে  । উদ্বোধন অনুষ্ঠানের শেষে শিল্পী  শ্রী ওম প্রকাশ চভন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য দশাবতার উপস্থাপন করেন।

 

CG/SS



(Release ID: 1736641) Visitor Counter : 170


Read this release in: English , Marathi