যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

দিল্লী থেকে টোকিও অলিম্পিকের উদ্দেশ্যে রওনাদেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের প্রথম দলকে বিদায় সংবর্ধনা জানালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ও প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক

Posted On: 17 JUL 2021 5:01PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ জুলাই, ২০২১

কয়েক সপ্তাহের মধ্যে টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে। এরই অঙ্গ হিসেবে আজ ভারতীয় ক্রীড়াবিদদের একটি দল দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলের ৫৪ জন ক্রীড়াবিদ, সহকারী কর্মী এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সহ মোট ৮৮ জন সদস্য রয়েছেন। রওনা হওয়ার আগে ভারতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানান কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এবং প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী নরিন্দর ধ্রুব বাত্রা, সহ সভাপতি শ্রী রাজীব মেহতা এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মহা নির্দেশক শ্রী সন্দীপ প্রধান।
তীরন্দাজি, হকি, ব্যাডমিন্টন, টেবল টেনিস, জুডো, জিমন্যাস্টিক, ভারোত্তলন ক্রীড়া বিভাগের ক্রীড়াবিদ এবং সহকারি কর্মীরা এদিন দিল্লী থেকে টোকিও উদ্দেশ্যে যাত্রা করেছেন।
ক্রীড়াবিদদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের কোভিড পরীক্ষা করানো হয়। শুধুমাত্র নেগেটিভ রিপোর্ট যাঁদের ছিল, তাঁরাই এই অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা হয়।
উল্লেখ্য, গত রিও অলিম্পিকে ১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ যোগ্যতা অর্জন করেছিলেন। এবার টোকিও অলিম্পিকে ১২৭ জন ভারতীয় ক্রীড়াবিদ যোগ্যতা অর্জন করেছেন, যা এক রেকর্ড।

CG/SS/NS


(Release ID: 1736428) Visitor Counter : 213


Read this release in: English