বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির নবম সুসংবদ্ধ রেটিং ও র‌্যাঙ্কিং প্রকাশ করেছেন

Posted On: 16 JUL 2021 6:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২১

কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবিকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং আজ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির নবম সুসংবদ্ধ রেটিং প্রকাশ করেছেন। ৪১টি রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে নিয়ে নবম এই বার্ষিক রেটিং প্রকাশ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির রেটিং নির্ণয়ে সমস্ত সংস্থায় উৎসাহের সঙ্গে অংশ নেয়।
বিদ্যুৎ মন্ত্রী শ্রী সিং সব অংশিদারদের বিশেষ করে রাজ্য বন্টন সংস্থাগুলিকে রেটিং পদ্ধতিতে অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা পালনের জন্য অভিনন্দন জানান। মহামারীর সময় কঠিন চ্যালেঞ্জ সত্বেও সাফল্যের সঙ্গে রেটিং সম্পর্কিত কাজকর্ম পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিদ্যুৎ বন্টন ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি নিরুপণে এধরণের রেটিং থেকে ভারতীয় বিদ্যুৎ ক্ষেত্র উপকৃত হবে এবং এই ক্ষেত্রের কাজকর্মে আরও দক্ষতা আসবে। রাজ্য সরকারের পাশাপাশি অগ্রণী প্রতিষ্ঠান ও অংশিদাররা রেটিং অনুযায়ী ভবিষ্যতমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে পারবে বলেও মন্ত্রী জানান।
বিদ্যুৎ মন্ত্রী গৌরবময় ৩৫ বছর পূর্ণ করার জন্য পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন (পিএফসি)-কে অভিনন্দন জানান। তিনি বলেন, বিগত বছরগুলিতে পিএফসি ভারতীয় বিদ্যুৎ ক্ষেত্রে অর্থ সহায়তার দিক থেকে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কারে পিএফসি সরকারের এক অন্যতম কৌশলগত অংশিদার হয়ে উঠতে পারে বলেও শ্রী সিং মন্তব্য করেন।
এক দেশ - এক গ্রিড - এক ফিকোয়েন্সির লক্ষ্য পূরণে শ্রী সিং বলেন, এজন্য ১ লক্ষ ৫২ হাজার সিকেএম বিদ্যুৎ পরিবাহী লাইন বসানো হচ্ছে। গ্রাহক সুরক্ষা সুনিশ্চিত করতে সরকার সম্প্রতি ইলেক্ট্রিসিটি (গ্রাহক অধিকার) আইন ২০২০ বিজ্ঞাপিত করেছে। তিনি আরও বলেন, সমস্ত পরিবারে দিবা-রাত্রী ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দ্রীয় সরকার বন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে রাজ্যগুলিকে সহাযতা দিচ্ছে। এছাড়াও আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে সরকার নগদের যোগান দিয়ে বিদ্যুৎ ক্ষেত্রের মূলধন বাড়ানোর চেষ্টা করছে।
এই উপলক্ষে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুজ্জর, মন্ত্রকের সচিক শ্রী অলোক কুমার, বিভিন্ন রাজ্য সরকারের বিদ্যুৎ সচিবরা সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টররা উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, ২০১২ থেকে বার্ষিক ভিত্তিতে বিদ্যুৎ মন্ত্রকের পন্থা-পদ্ধতি অনুযায়ী সুসংবদ্ধ রেটিং পদ্ধতি পরিচালিত হয়ে আসছে।

CG/BD/AS


(Release ID: 1736227) Visitor Counter : 328


Read this release in: English