বিদ্যুৎমন্ত্রক
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী আর কে সিং বলেছেন, শক্তি সম্পদে ভারত বিশ্বে প্রথম সারিতে উঠে আসছে
Posted On:
16 JUL 2021 5:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রী শ্রী আর কে সিং বলেছেন, শক্তি সম্পদে ভারত বিশ্বে প্রথম সারিতে উঠে আসছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র ‘আত্মনির্ভর ভারত – পুনর্নবীকরণযোগ্য জ্বালানী উৎপাদন’ শীর্ষক এক আলোচনাচক্রে মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানী উৎপাদনে ভারত দ্রুত তার ক্ষমতা বৃদ্ধি করছে। প্যারিসে সিওপি-২১ এ ভারত যে অঙ্গীকার করেছিল, তা পূরণে এগিয়ে চলেছে। সেই অঙ্গীকার অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের কাজ জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে অন্য উৎস্য থেকে করতে হবে। ইতিমধ্যেই ৩৮.৫ শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে। যেসব জায়গায় পরিকাঠামো নির্মাণের কাজ চলছে, সেগুলি শেষ হলে ৪৮.৫ শতাংশ বিদ্যুৎ এখন থেকেই উৎপন্ন করা যাবে। ২০৩০ সালের মধ্যে ভারত ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপন্ন করবে।
দীনদায়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এবং সৌভাগ্য যোজনার আওতায় গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে। বিশ্বের মধ্যে ভারতে দ্রুত হারে বৈদ্যুতিকীকরণের কাজ চলছে। ইতিমধ্যেই ২০০ গিগাওয়াট বিদ্যুৎ অপ্রচলিত উৎস থেকে উৎপন্ন হচ্ছে। মন্ত্রী আরও বলেন, এই ক্ষমতা বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। আর তাই আত্মনির্ভর ভারতের দিকে দেশ আরও এক ধাপ এগোবে। কয়েকটি দেশ সোলার সেল এবং অন্যান্য সরঞ্জাম খুব কম দামে এদেশে বিক্রি করছে। এর ফলে, আমাদের দেশের শিল্প সংস্থাগুলির আর্থিক ক্ষতি হচ্ছে। মন্ত্রী এই প্রবণতা রুখতে এ ধরনের সরঞ্জামের উপর সীমাশুল্কের হার বৃদ্ধির কথা জানান। তিনি আরও বলেন, পরিবেশ-বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনেও ভারত অগ্রণী ভূমিকা পালন করছে। আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের থেকে গ্রে-হাইড্রোজেনের পরিবর্তে দেশে পরিবেশ-বান্ধব হাইড্রোজেন উৎপাদনের কাজ চলছে। পেট্রোলিয়াম ও সার শিল্পে এ ধরনের হাইড্রোজেন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে, সৌরবিদ্যুৎ এবং বায়ুশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ও সেগুলি সঞ্চয়ের জন্য দেশে উৎপাদিত সরঞ্জামের চাহিদা বাড়ছে।
মন্ত্রী আরও বলেন, পরিবেশ-বান্ধব উদ্যোগে উৎসাহ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিল্পগুলিতে উদার নীতি চালু করা হয়েছে। এর ফলে, এই ক্ষেত্রে আরও বিনিয়োগ বাড়বে। লেভির ব্যবহার রুখতে অপ্রচলিত বিদ্যুতের ক্ষেত্রে সারচার্জকে যুক্তিগ্রাহ্য করা হচ্ছে।
CG/CB/SB
(Release ID: 1736187)
Visitor Counter : 321