রেলমন্ত্রক

স্টেশনগুলির মানোন্নয়নে রেলের বড় পদক্ষেপ

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরূপে সজ্জিত গান্ধীনগর রেল স্টেশনের উদ্বোধন করবেন

Posted On: 15 JUL 2021 8:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১

ভারতীয় রেল স্টেশনগুলির মানোন্নয়নে বড় উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে গান্ধীনগর রাজধানী রেল স্টেশনটি আধুনিক পরিষেবা সহ নবরূপে সুসজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল গান্ধীনগরে নবরূপে সজ্জিত গান্ধীনগর রাজধানী রেল স্টেশনটি উদ্বোধন করবেন।
নবরূপে সজ্জিত এই রেল স্টেশনটি শহরের সৌন্দর্য বাড়াবে এবং বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। পক্ষান্তরে সাধারণ মানুষের আর্থিক দিক থেকে মানোন্নয়ন ঘটবে।
ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনস ডেভলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গুজরাট সরকারের সঙ্গে অংশিদারিত্বে গান্ধীনগর স্টেশনটির মানোন্নয়ন কর্মসূচির কাজ গ্রহণ করা হয়। স্টেশনটির মানোন্নয়নে যৌথ উদ্যোগে গান্ধীনগর রেলওয়ে অ্যান্ড আর্বান ডেভলপমেন্ট কর্পোরেশন নামে একটি সংস্থা গড়ে তোলা হয়। ভারতে এটি এধরণের প্রথম কর্মসূচি যেখানে স্টেশনের মানোন্নয়নে যৌথ উদ্যোগ গঠন করা হয়েছে। মুম্বাই এবং ব্যাঙ্গালুরুর মত শহরেও স্টেশনের মানোন্নয়নে অনুরূপ উদ্যোগ গ্রহণ করা হবে। স্টেশন মানোন্নয়ন কর্মসূচির আওতায় ১২৫টি স্টেশনের মানোন্নয়নে কাজ চলছে। এই স্টেশনগুলির মানোন্নয়নে প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। গান্ধীনগর রাজধানী স্টেশনটিকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, যাতে প্রবেশ এবং প্রস্থানের সময় সর্বদাই অতিরিক্ত যাত্রী ভীড় সামাল দেওয়া যায়। স্টেশনের পাশাপাশি স্টেশন চত্ত্বর এলাকায় খুচরো পণ্যের দোকান, খাবার ও বিনোদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নবরূপে সজ্জিত স্টেশনটি সিটি সেন্টার তথা রেল মল হিসেবে কাজ করবে। ব্যাস্ত সময়ে নবরূপে সজ্জিত স্টেশনগুলি কোনরকম বিপত্তি ছাড়াই ঘন্টায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ জন পর্যন্ত যাত্রী ধারণের উপযোগী হয়ে উঠবে।
গান্ধীনগর স্টেশনটিতে থিম ভিত্তিক আলোকিতকরণের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এরফলে, দৈনিক নতুন নতুন থিমে স্টেশনটি আলোকিত হয়ে উঠবে। এলইডি বাতিগুলি এমনভাবে আলোক রশ্মি নিক্ষেপ করবে, যার ফলে স্টেশন চত্ত্বরে বর্ণময় আলোক ছটা প্রতিফলিত হবে। স্টেশন চত্ত্বর এলাকায় এমন ভাবে সবুজায়ণের ব্যবস্থা করা হয়েছে, যাতে স্টেশনটি দেখতে আসা মানুষ আধুনিক স্থাপত্যের নিদর্শন প্রত্যক্ষ করার পাশাপাশি সবুজায়িত প্রাকৃতিক রূপ উপলব্ধি করতে পারেন।
রেল মন্ত্রক স্টেশনগুলির মানোন্নয়নে অগ্রাধিকার দিয়ে আসছে। ইতিমধ্যেই গান্ধীনগর, হাবিবগঞ্জ এবং বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশনে আধুনিকিকরণের কাজ প্রায় শেষ হওয়ার পথে। এছাড়াও অযোধ্যা, গোমতিনগর, দিল্লির সফদরজং এবং নাগপুরে আজনি রেল স্টেশনে মানোন্নয়নের কাজ চলছে।

CG/BD/AS



(Release ID: 1735986) Visitor Counter : 158


Read this release in: English