শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
কোভিড-১৯ মহামারীর সময় ইএসআইসি হাসপাতালগুলিতে মহৎ দানকারীদের ইএসআইসি-র পক্ষ থেকে সংবর্ধনা
Posted On:
15 JUL 2021 8:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব কোভিড-১৯ মহামারীর সময় ইএসআইসি হাসপাতালগুলিতে বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ দানকারীদের আজ সংবর্ধনা দিয়েছেন। এই উপলক্ষে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি, মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্র এবং ইএসআইসি-র মহানির্দেশক শ্রী মুখমীত এস ভাটিয়া উপস্থিত ছিলেন।
সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি বিশেষের আন্তরিক প্রয়াসের মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাব অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি মহৎ দাতা ইএসআইসি হাসপাতালগুলিতে ১৩ কোটি টাকার বেশি সাজসরঞ্জাম, উপকরণ, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করেছেন।
এই উপলক্ষে মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব বলেন, দেশে ১২৫ কোটির বেশি মানুষের সুরক্ষায় সরকার ত্রিমুখী কৌশল গ্রহণ করেছে। এগুলি হল - আক্রান্তদের খুঁজে বের করা, তাদের নমুনা পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা দেওয়া। তিনি জানান, দেশ মাস্ক ও পিপিই কিট উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। একই সঙ্গে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুটি টিকা উদ্ভাবন করা হয়েছে। তিনি আশাপ্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ ২৫৭ কোটি টিকা উৎপাদন ও তা সরবরাহ করা সম্ভব হবে। সাধারণ মানুষের কল্যাণে সরকার সম্পূর্ণ দায়বদ্ধ বলে জানিয়ে শ্রী যাদব বলেন, দেশে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পৌঁছে দিতে সবরকম প্রয়াস গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের পরিমাণ ১৩৭ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন সামাজিক সুরক্ষা বিধি অনুযায়ী যদি কোন সংস্থায় একজন কর্মী থেকে থাকেন, তাহলে তিনিও এই সুবিধা পাবেন।
বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি বলেন, সরকার সমাজের সব শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে চলেছে। ১৩ কোটির বেশি মানুষের কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তিনি ইএইআইসি-র প্রচেষ্টার প্রশংসা করেন।
সারা দেশে ৩৩টি ইএসআইসি হাসপাতালে ৪ হাজার কোভিড শয্যা রোগীদের জন্য পৃথক করা হয়েছিল। এছাড়াও চারশোটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছিল, যাতে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। কোভিড-১৯ মহামারীর শুরুর সময় থেকে আজ পর্যন্ত ৫০ হাজারের বেশি কোভিড রোগীকে ইএসআইসি হাসপাতালগুলির মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কর্মচারী রাজ্য বিমা নিগমের সুফলভোগীদের নিয়মিত চিকিৎসা পরিষেবা প্রদানে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল। এছাড়াও অন্যান্য হাসপাতালের সঙ্গে চুক্তি করে নিগমের সুফলভোগীদের জরুরী/জরুরী বহির্ভূত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
কর্মচারী রাজ্য বিমা আইনের আওতায় সুফলভোগীদের জন্য কোভিড-১৯ রিলিফ কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিমাকৃত কোন কর্মীর মৃত্যুর ক্ষেত্রে গড় বেতনের প্রায় ৯০ শতাংশ নিয়মিত ভাবে ওই ব্যক্তির ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের দেওয়া হয়েছে। কর্মচারী রাজ্য বিমা নিগমের অংশিদারদের পাশাপাশি কোভিড-১৯ মহামারীর সময় সাধারণ মানুষের কাছে যথোপযুক্ত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। নিগমের আওতায় প্রায় ৩ কোটি ৪০ লক্ষ পরিবার চিকিৎসা খাতে আর্থিক সাহায্য পেয়েছেন। বর্তমানে নিগমের ১ হাজার ৫০২টি রোগ নিরুপন কেন্দ্র, ১৫৯টি হাসপাতাল, ৭৪৪টি শাখা/পে অফিস এবং ৬৪টি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্যালয় রয়েছে। অন্যদিকে, ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৬টি জেলায় কর্মচারী রাজ্য বিমা নিগমের বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে।
CG/BD/AS
(Release ID: 1735985)
Visitor Counter : 167