শিল্পওবাণিজ্যমন্ত্রক

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ডব্লিউটিওতে ভারত এবং উন্নয়নশীল দেশগুলির পক্ষে জোরালো বক্তব্য পেশ করেছেন

Posted On: 15 JUL 2021 6:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) গোষ্ঠী ভুক্ত দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে উন্নয়নশীল দেশগুলির অধিকারের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন।এ দিনের বৈঠকে ডব্লিউটিও গোষ্ঠী ভুক্ত অন্যান্য দেশগুলির বাণিজ্য মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রী গোয়াল জানান অনেক দেশ সমুদ্রে অযৌক্তিক ও অতিরিক্ত মাছ ধরার ফলে ভারতীয় মৎসজীবিদের জীবন-জীবিকায় প্রভাব পড়েছে।
দেশে মৎস চাষ ক্ষেত্রে উন্নীত সাধনে এবং ছোট জেলেদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শ্রী মোদীর উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানান।
শ্রী গোয়াল সতর্ক করে দিয়ে জানান যে তিন দশক আগে উরুগুয়েতে বৈঠকে যে ভুল হয়েছিল তা কখনোই পুনরাবৃত্তি করা উচিত নয়। এতে নির্বাচিত উন্নত দেশের সদস্যরা বিশেষত কৃষিক্ষেত্রে অসম বাণিজ্য অধিকারের সুযোগ পেয়েছিল।এতে উন্নয়নশীল দেশ গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস শিকারের ক্ষেত্রে এই ভুল যাতে না হয় সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
ভারতের মতো দেশ যারা এখনও মাছ ধরার সক্ষমতা বিকাশ করতে পারেনি,তারা তাদের ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে না বলে স্পষ্ট জানান শ্রী গোয়েল। তাই উন্নয়নশীল দেশ গুলির এ ক্ষেত্রে ভর্তুকির প্রয়োজন রয়েছে বলেও তিনি দাবি করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)এর গোষ্ঠী ভুক্ত দেশগুলির বাণিজ্য মন্ত্রীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন।

CG/SS

 


(Release ID: 1735921) Visitor Counter : 199


Read this release in: English