ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

ডালের উপর আরোপিত মজুত সীমা সম্পর্কে কয়েকটি প্রচার মাধ্যম ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য পরিবেশন এবং তার প্রকৃত তথ্য

Posted On: 15 JUL 2021 5:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২১

একটি হোয়াটসঅ্যাপ বার্তায় প্রচার করা হচ্ছে যে, ডালের উপর আরোপিত মজুত সীমা ছাঁটাই করা হয়েছে।
তবে এক্ষেত্রে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, ২ জুলাই, ২০২১-এর নির্দেশ অনুযায়ী ডাল মজুতের সীমা বন্ধ করা হয়নি বরং তা আরোপ করা হয়েছে। রাজ্য গুলি এই নির্দেশ প্রয়োগ করছে কিনা তা কেন্দ্রীয় সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার গুলিকে ইতিমধ্যেই জানিয়েছে যে, উপভোক্তা বিষয়ক বিভাগের পোর্টালে কোন মজুতদার অসত্য তথ্য পরিবেশন করলে তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ডাল মজুতের সীমা লঙ্ঘনকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যগুলিকে বলা হয়েছে।

CG/ SB

 


(Release ID: 1735911) Visitor Counter : 182


Read this release in: English