কয়লামন্ত্রক
কয়লা মন্ত্রক ঝরিয়া এবং রানীগঞ্জের মাস্টার প্ল্যান নিয়ে অগ্রসর হওয়ার জন্য কর্মশালার আয়োজন করেছে
Posted On:
14 JUL 2021 6:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জুলাই, ২০২১
কয়লা মন্ত্রকের পক্ষ থেকে আজ ঝরিয়া এবং রানীগঞ্জের মাস্টার প্ল্যান সম্পর্কে অগ্রসর হওয়ার বিষয়ে সারাদিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থা ঝাড়খণ্ডের সেন্ট্রাল কোল্ড ফিল্ড লিমিটেডে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য, ঝাড়খণ্ডের ঝরিয়া এবং পশ্চিমবঙ্গের রানীগঞ্জে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। কয়লা উত্তোলন অঞ্চলে আগুনসহ প্রাকৃতিক দুর্ঘটনার মতো পরিস্থিতির মোকাবিলা করতে ঝরিয়া এবং রানীগঞ্জ এই দুই অঞ্চলে বসবাসকারী মানুষের সুরক্ষার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। উল্লেখ্য, কোল ইন্ডিয়া লিমিটেডের অধীন ভারত কোকিং কোল এবং ইস্টার্ন কোয়ালফিল্ডস লিমিটেডের একাধিক কয়লা খনি রয়েছে এই দুই অঞ্চলে।
কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী বিনোদ কুমার তিওয়ারি, যুগ্ম সচিব শ্রী বি পি পতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকের এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। শ্রী বিনোদ কুমার তিওয়ারি তাঁর ভাষণে উল্লেখ করেন যে, ঝরিয়া এবং রানীগঞ্জ অঞ্চলে বসবাসকারী মানুষের সুরক্ষার বিষয়ে সরকার বিশেষভাবে অবহিত রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কয়লা খনি অঞ্চলে আগুন নেভানোর বিষয়টি কয়লা উত্তোলনকারী সংস্থাগুলির প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত।
CG/ SB
(Release ID: 1735691)