স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বেসরকারি কোভিড টিকাদান কেন্দ্র গুলির টিকা সংগ্রহ ও তার অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেছেন
কয়েকটি রাজ্যে বেসরকারি টিকাদান কেন্দ্র গুলিতে টিকা ক্রয় এবং তা দেওয়ার ক্ষেত্রে ধীরগতি 'গভীর উদ্বেগের' কারণ হয়ে দাঁড়িয়েছে
বেসরকারি টিকাদান কেন্দ্র গুলির দ্বারা টিকা সংগ্রহ এবং দৈনিকভাবে তা প্রশাসনিক পর্যালোচনার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে
Posted On:
14 JUL 2021 8:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জুলাই, ২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণের পৌরহিত্যে ১৫ টি রাজ্যের স্বাস্থ্য সচিব ও টিকাদান সংক্রান্ত অন্যান্য পদস্থ আধিকারিকরা আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে করোনা প্রতিষেধক টিকা উৎপাদনকারী দুটি সংস্থা ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ভারত সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী সারাদেশে করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচী সর্বজনীনভাবে করনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়। সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে বেসরকারি টিকাদান কেন্দ্র গুলির টিকা সংগ্রহ সংক্রান্ত এবং প্রশাসনিক অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত গুলিকে টিকার বরাত দেওয়ার জন্য কোউইন প্ল্যাটফর্ম ব্যবহার সম্পর্কে পুনরায় অবহিত করা হয়।
বেসরকারি টিকাদান কেন্দ্র গুলির মাধ্যমে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ধীরগতি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব উল্লেখ করেন।
উদ্বেগের ক্ষেত্রগুলি চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য রাজ্য গুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। উদ্বেগের কারণ গুলির মধ্যে রয়েছে-
১) বেশকিছু বেসরকারি টিকাদান কেন্দ্র করোনা প্রতিষেধক টিকার নির্ধারিত পরিমাণের জন্য কোন ইনডেন্ট রাখেনি।
অনেক রাজ্যেই বেসরকারি টিকাদান কেন্দ্রগুলিতে টিকা সংগ্রহের বিষয়টি সহজতর করা প্রয়োজন। টিকাদানের পরিসংখ্যান দৈনিক ভিত্তিতে পর্যালোচনা করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে।
২) বেসরকারি টিকাদান কেন্দ্র গুলিকে টিকা ক্রয়ের বিষয়ে ইনডেন্ট সময়মতো দেওয়ার জন্য রাজ্য সরকার গুলিকে পরামর্শ দেওয়া হয়েছে।
৩) কয়েকটি রাজ্যে বেসরকারি টিকাদান কেন্দ্রগুলিকে টিকার কত ডোজ দেওয়া হয়েছে তার পরিমাণ জানানো হয়নি। এটি শীঘ্রই জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
৪) বেসরকারি টিকাদান কেন্দ্র গুলিতে কত পরিমান টিকা দেওয়া হল এবং কত পরিমাণ অব্যবহৃত অবস্থায় রইল, সে ব্যাপারে তদারকির পরামর্শ দেওয়া হয়েছে।
বেসরকারি টিকাদান কেন্দ্র গুলির মাধ্যমে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ধীরগতি তুলে ধরে টিকা সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করার জন্য রাজ্যগুলিকে আজকের বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কি পরিমান টিকা দিচ্ছে সেটি নাগরিকদের জানানো রাজ্যগুলির কর্তব্য বলে বৈঠকে আলোচনা করা হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোউইনে ইনডেন্ট স্থাপনের জন্য রাজ্যে এবং বেসরকারি টিকাদান কেন্দ্র গুলির নোডাল অফিসারদের জন্য পাঁচটি কর্মশালার আয়োজন করেছে।
CG/ SB
(Release ID: 1735603)
Visitor Counter : 447