সারওরসায়নমন্ত্রক
সার উৎপাদনে ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য শ্রী মনসুখ মান্ডভিয়া একটি পর্যালোচনা বৈঠক করেছেন
Posted On:
13 JUL 2021 7:52PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৩ জুলাই, ২০২১
কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া সার উৎপাদনে ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য সার দপ্তরের বিভিন্ন উদ্যোগের পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভাগওয়ানথ খুবা, দপ্তরের সচিব শ্রী আর কে চর্তুবেদী সহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শ্রী মান্ডভিয়া জানান, রামাগুন্ডম কারখানার কাজ শুরু হয়ে গেলে ১২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার দেশে প্রতি বছর উৎপন্ন হবে। এর ফলে ইউরিয়া উৎপাদনে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের পথে একধাপ এগোনো যাবে। এই প্রকল্পের কাজ শুরু হলে কৃষকরা যেমন সহজেই সার পাবেন পাশাপাশি দেশে খাদ্য সুরক্ষা নিশ্চিত হবে। এছাড়াও এই প্রকল্পের ফলে সড়ক, রেল, অনুসারী শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হবে।
মন্ত্রী আরও জানিয়েছেন, বাজার উন্নয়ন সহায়তায় মুক্ত নীতি আনার জন্য সরকার বিকল্প সারের কথা বিবেচনা করছে। আগে এই নীতি শুধুমাত্র শহরাঞ্চলে কমপোস্ট সারের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে জৈব গ্যাস, পরিবেশ বান্ধব সার, গ্রামাঞ্চলে কমপোস্ট এবং কঠিন ও তরল কর্দমাক্ত জিনিসের মাধ্যমে সার তৈরির প্রক্রিয়াকে উৎসাহিত করতে এই প্রকল্প সাহায্য করবে। এর ফলে কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানে গতি আসবে। মন্ত্রী এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ম্যাটিস্ক সার কারখানার উৎপাদন শুরুর প্রসঙ্গটি জানান, যেখানে ১২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন সার উৎপন্ন হবে।
CG/CB /NS
(Release ID: 1735189)
Visitor Counter : 170