পঞ্চায়েতিরাজমন্ত্রক

স্বামীত্ব প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে সরকারের পর্যালোচনা বৈঠক

Posted On: 13 JUL 2021 5:46PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৩ জুলাই, ২০২১

কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী শ্রী কোপিল মোরেশ্বর পাটিল আজ স্বামীত্ব প্রকল্প এবং ই-পঞ্চায়েতী কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে যে অগ্রগতি হয়েছে তা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। শ্রী গিরিরাজ সিং বলেন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, মৎস্য, পশুপালন মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, উপভোক্তা বিষয়ক মন্ত্রক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের মতো একাধিক মন্ত্রক/ বিভাগের সঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রককে একত্রিত করে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে পঞ্চায়েতী রাজের বিষয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্খাগুলি নিয়ে গ্রাম সভার মতো বৈঠক, আলোচনা সভা আয়োজন করা যেতে পারে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান। প্রতিমন্ত্রী শ্রী কোপিল মোরেশ্বর পাটিল বলেন, পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এদিনের এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতায় পঞ্চায়েত পরিচালন ও রক্ষাণাবেক্ষণের জন্য ব্যয় সম্পর্কিত বিষয়গুলি নিয়েও আলোচনা হয়। ই-গ্রাম স্বরাজ, লোকাল গভর্মেন্ট ডিরেক্টরি (এলজিডি)-এর মতো পঞ্চায়েতী রাজ মন্ত্রকের পোর্টালগুলির ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব উদযাপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মহিলা ও শিশু উন্নয়ন, শিক্ষা, কৃষি, পশুপালন ইত্যাদি বিভাগের প্রকল্পগুলি বাস্তবায়ন, গ্রাম পঞ্চায়েত ভবনে বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা, সাধারণ মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয় নিয়েও এদিন আলোচনা হয়।
উল্লেখ্য, পঞ্চায়েতী রাজ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর গত ৯ জুলাই শ্রী গিরিরাজ সিং এবং এবং প্রতিমন্ত্রী শ্রী কোপিল মোরেশ্বর পাটিল নতুন দিল্লির কৃষি ভবনে মন্ত্রকের বর্তমান বিভিন্ন কর্মসূচি বিষয়ে পর্যলোচনা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে মন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা এই কর্মসূচি বিষয়ে মন্ত্রীদের বিস্তারিতভাবে জানান।

CG/SS/SKD


(Release ID: 1735116) Visitor Counter : 195


Read this release in: English