বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী আর কে সিং-এর নেতৃত্বে মন্ত্রকের আওতাধীন রাষ্ট্রায়ত্ব সংস্থা একটি প্রকল্পের বরাত পেয়েছে

এসজেভিএন সংস্থা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বড় সংস্থাগুলির কাছ থেকে এই প্রকল্পের বরাত পেয়েছে

Posted On: 12 JUL 2021 9:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ব সংস্থা সতলুজ জলবিদ্যুৎ নিগম (এসজেভিএন) এবং নেপালের কাঠমান্ডু ভিত্তিক ইনভেস্টমেন্ট বোর্ডের মধ্যে ৬৭৯ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন লোয়ার অরুণ হাইড্রো ইলেক্ট্রিক প্রকল্পের রূপায়ণে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সক্রিয় সহযোগিতায় রাষ্ট্রায়ত্ব এসজেভিএন সংস্থাটি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রে অংশগ্রহণ করে প্রতিবেশী দেশগুলির বৃহৎ সংস্থাগুলির বিরুদ্ধে লড়ে এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব অর্জন করেছে।
নেপালে ২০১৯-এর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী আর কে সিং-এর সফরের সময় সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে লোয়ার অরুণ হাই়়ড্রো ইলেক্ট্রিক প্রকল্পটি রূপায়ণের দায়িত্ব ভারতের রাষ্ট্রায়ত্ব সংস্থা এসজেভিএন-কে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জলবিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নে শ্রী আর কে সিং-এর নেতৃত্বে মন্ত্রক একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে বৃহদায়তন জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে পুনর্নবিকরণযোগ্য শক্তি প্রকল্প হিসেবে ঘোষণা করা, বিদ্যুৎ মাশুল আরও ন্যায়সঙ্গত করা, প্রকল্পের কার্যকালের মেয়াদ বাড়িয়ে অন্ততপক্ষে ৪০ বছর করা, ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১৮ বছর করা প্রভৃতি। ভারত প্রতিবেশী দেশগুলির মধ্যে আঞ্চলিক শান্তি এবং সম্পদের সর্বাধিক সদ্ব্যবহারের লক্ষ্যে আঞ্চলিক পাওয়ার গ্রিড এবং বিদ্যুৎ বাজার গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিয়েছে। জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত আজ স্বাক্ষরিত সমঝোতাপত্রে রাষ্ট্রায়ত্ব এসজেভিএন সংস্থার পক্ষ থেকে স্বাক্ষর করেন চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর শ্রী নন্দলাল শর্মা এবং সেদেশের ইনভেস্টমেন্ট বোর্ডের মুখ্যকার্যনির্বাহী আধিকারিক শ্রী সুশীল ভট্ট। এই স্বাক্ষরদান অনুষ্ঠানে নেপালের উপপ্রধানমন্ত্রী শ্রী বিষ্ণু প্রসাদ পাউডেল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিনয় মোহন কোয়াট্রা প্রমুখ উপস্থিত ছিলেন।
নেপালের শঙ্খুবাসাভা এবং ভোজপুর জেলায় লোয়ার অরুণ হাইড্রো ইলেক্ট্রিক প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল এই প্রকল্পে কোন রিজার্ভার বা বাঁধ নেই। প্রকল্পটির জন্য চারটি ফ্রাঙ্কিস টাইফ টার্বাইন গড়ে তোলা হবে। প্রকল্পের কাজ শেষে বার্ষিক ২,৯৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। নির্মাণ কাজ শুরুর চার বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে এবং বিল্ড ওন অপারেট ট্রান্সফার ভিত্তিতে এসজেভিএন সংস্থাকে ২৫ বছরের জন্য বরাদ্দ করা হয়েছে। নেপালে রাষ্ট্রায়ত্ব এসজেভিএন সংস্থার এটি দ্বিতীয় প্রকল্প। এর আগে ৯০০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন অরুণ তিন হাইড্রো ইলেক্ট্রিক প্রকল্পটির বরাত পেয়েছিল।

CG/BD/AS



(Release ID: 1734939) Visitor Counter : 157


Read this release in: English