অর্থমন্ত্রক
আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (আইএফএসসিএস)-তে বাণিজ্যিক আর্থিক পরিষেবা প্রদানের জন্য ‘আন্তর্জাতিক বাণিজ্যিক আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম’ (আইটিএফএস) স্থাপন ও পরিচালনার পরিকাঠামো গঠন করা হয়েছে
Posted On:
12 JUL 2021 8:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১
আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রসমূহে (আইএফএসসিএ) আর্থিক পরিষেবা, আর্থিক প্রতিষ্ঠানগুলির বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য ২০১৯ সালের আইএফএসসিএ-এর আইনের আওতায় ‘আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ’ (আইএফএসসিএ) গঠন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (আইএফএসসিএস)-তে বাণিজ্যিক আর্থিক পরিষেবা প্রদানের জন্য ‘আন্তর্জাতিক বাণিজ্যিক আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম’ (আইটিএফএস) স্থাপন ও পরিচালনার পরিকাঠামো গঠন করা হয়েছে।
এই পরিকাঠামো আমদানি - রপ্তানিকারীদের আইটিএফএস-এর মতো সুনির্দিষ্ট বৈদ্যুতিন প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের জন্য প্রতিযোগিতামূলক শর্তে বিভিন্ন ধরণের বাণিজ্যিক আর্থিক সুবিধা গ্রহণে সাহায্য করবে। পাশাপাশি এই পরিকাঠামো আইটিএফএস প্ল্যাটফর্মে বাণিজ্যিক লেনদেনে সাহায্য করবে। আইএফএসসি ওয়েবসাইটে - https://ifsca.gov.in/Circular এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
CG/SS/SKD
(Release ID: 1734899)
Visitor Counter : 171