কয়লামন্ত্রক

কয়লা বিক্রির জন্য কয়লা খনিগুলি নিলাম সম্পর্কিত টেকনিক্যাল দরপত্রগুলি খোলা হচ্ছে

১৯টি খনির জন্য ৩৪টি দরপত্র পাওয়া গেছে

Posted On: 09 JUL 2021 7:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ জুলাই, ২০২১

কয়লা মন্ত্রকের মনোনীত কর্তৃপক্ষ গত ২৫ মার্চ কয়লা বিক্রির জন্য ৬৭টি কয়লা খনির নিলাম প্রক্রিয়া শুরু করে। এই কয়লা খনিগুলির জন্য টেকনিক্যাল দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল। নিলাম প্রক্রিয়ার অঙ্গ হিসেবে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে পাওয়া টেকনিক্যাল বা কারিগরি দরপত্রগুলি আজ নতুন দিল্লিতে বেলা ১০টায় দরপত্র প্রেরণকারীদের উপস্থিতিতে খোলা হয়েছে।
অনলাইনে পাওয়া দরপত্রগুলি বৈদ্যুতিন উপায়ে দরপত্র প্রেরণকারীদের সামনে খোলা হয়। একই ভাবে মুখবন্ধ খামে আসা অফলাইন দরপত্র সম্পর্কিত নথিপত্রগুলি উপস্থিত দরপত্র প্রেরণকারীদের সামনে খোলা হয়। দরপত্র খোলার সমগ্র প্রক্রিয়াটি স্কিনে (পর্দায়) প্রদর্শিত হয়। ১৯টি কয়লা খনির জন্য মোট ৩৪টি দরপত্র পাওয়া গেছে। এরমধ্যে ১০টি দরপত্র সম্পূর্ণ ভাবে কয়লা খনি অনুসন্ধান সম্পর্কিত, ৯টি কয়লা খনি আংশিক অনুসন্ধান সম্পর্কিত। ৪টি দরপত্র কোকিং কয়লা খনির সঙ্গে যুক্ত। বাকি ১৫টি নন-কোকিং কয়লা খনির সঙ্গে যুক্ত। ৮টি কয়লা খনির জন্য ২ বা তার বেশি দরপত্র পাওয়া গেছে।
নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ২০টির বেশি সংস্থা তাদের দরপত্র জমা করে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে - আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড, আধুনিক পাওয়ার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড, ভারত অ্যালুমিনিয়াম লিমিটেড, ছত্তিশগড় মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, গোদাবরি পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেড, রুঙতা মাইন লিমিটেড, বেদান্ত লিমিটেড প্রভৃতি।
অনলাইন ও অফলাইনে পাওয়া দরপত্রগুলি একটি মাল্টি-ডিসিপ্লিনারি টেকনিক্যাল ইভালুয়েশন কমিটি খতিয়ে দেখবে এবং সফল দরপত্র আহ্বানকারীদের নিলাম পক্রিয়ায় অংশগ্রহণের জন্য তালিকাবদ্ধ করা হবে। এমএসটিসি পোর্টালে বৈদ্যুতিন উপায়ে নিলাম পক্রিয়া পরিচালিত হবে।

CG/BD/AS



(Release ID: 1734317) Visitor Counter : 116


Read this release in: English