অর্থমন্ত্রক

ভারত ও গ্রেট ব্রিটেনের মধ্যে ভার্চ্যুয়াল পদ্ধতিতে আর্থিক বাজার সংলাপ

Posted On: 09 JUL 2021 4:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২১

ভারত ও গ্রেট ব্রিটেনের মধ্যে গত সন্ধ্যায় ভার্চ্যুয়াল পদ্ধতিতে প্রথম ভারত-গ্রেট ব্রিটেন আর্থিক বাজার সংলাপ অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে আর্থিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করতে গত বছরের দশম অর্থনৈতিক ও আর্থিক বিষয়ে আলোচনার প্রেক্ষিতে গত সন্ধ্যায় আর্থিক বাজার নিয়ে আলোচনা হয়।
ভারতের পক্ষ থেকে এই আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং সেদেশের অর্থ মন্ত্রকের কর্মকর্তারা। এছাড়াও, দু’দেশের নিরপেক্ষ নিয়ন্ত্রণমূলক সংস্থাগুলি সহ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটির প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
যে চারটি বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে, তার মধ্যে রয়েছে – গিফট্‌ (গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেকসিটি) সিটি - ভারতের আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র; ব্যাঙ্কিং এবং মাশুল প্রদান; বিমা ও মূলধন বাজার।
সরকারি পর্যায়ে আলোচনার পাশাপাশি, এই উপরোক্ত বিষয়গুলি নিয়ে বেসরকারি ক্ষেত্রের অংশীদারদেরও আলোচনায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় কর্পোরেট বন্ড বাজার এবং ভারত-ব্রিটেন আর্থিক অংশীদারিত্ব সম্পর্কে দ্য সিটি অফ লন্ডন কর্পোরেশনস্‌ ক্যাপিটাল মার্কেট ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে একটি বিবরণী পেশ করা হয়। এছাড়াও, ভারত-ব্রিটেন আর্থিক অংশীদারিত্বের পক্ষ থেকে আলোচনাসভায় ব্রিটেন-ভারত আর্থিক পরিষেবা সম্পর্কে একাধিক প্রস্তাব পেশ করা হয়।
পরিষেবা-নির্ভর অর্থনীতি হিসাবে দু’দেশই আর্থিক পরিষেবা সহযোগিতাকে আরও নিবিড় করার সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। উভয় দেশই আগামী মাসগুলিতে আর্থিক পরিষেবার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, যাতে ভারত-ব্রিটেন অবাধ বাণিজ্য চুক্তির বিষয়টিতে পারস্পরিক বোঝাপড়া শীঘ্রই শুরু করা যায়। চলতি বছরের শেষ দিকে এ বিষয়ে আলোচনা শুরু করা যাবে বলে উভয় পক্ষই আশা প্রকাশ করেছে।

CG/BD/SB



(Release ID: 1734234) Visitor Counter : 198


Read this release in: English