পরিবেশওঅরণ্যমন্ত্রক

শ্রী ভূপেন্দর যাদব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন

Posted On: 08 JUL 2021 8:05PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৮ জুলাই, ২০২১

শ্রী ভূপেন্দর যাদব আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী সরকারের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। যে দায়িত্ব প্রধানমন্ত্রী তাঁকে দিয়েছেন তা পালনের জন্য তিনি সর্বোতভাবে চেষ্টা করবেন।
মন্ত্রকের কার্যভার গ্রহণ করার আগে শ্রী যাদব আজ নতুন দিল্লীতে পরিবেশ মন্ত্রক দপ্তরের কার্যালয়ে চত্ত্বরে একটি গাছের চারা পুঁতেছেন। মন্ত্রকের সচিব শ্রী রামেশ্বর প্রসাদ গুপ্ত সহ উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

CG/CB/NS


(Release ID: 1733881)
Read this release in: English