অর্থমন্ত্রক

ডাঃ ভগবত কিষাণরাও করদ অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন

Posted On: 08 JUL 2021 4:56PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৮ জুলাই, ২০২১

ডাঃ ভগবত কিষাণরাও করদ আজ অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
রাজ্যসভায় প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন ডাঃ করদ। তিনি ঔরঙ্গাবাদ পুরনিগমের মহানাগরিক হিসেবে দায়িত্বভার সামলেছেন। এমনকি মারাঠওয়াদা আইনী উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ৬৪ বছর বয়সী ডাঃ করদ পেশায় একজন চিকিৎসক।
এমবিবিএস ডিগ্রী ছাড়াও ডাঃ করদ জেনারেল সার্জারিতে এমএস, পেডিয়াট্রিক সার্জারিতে এমসিএইচ এবং ডঃ বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াদা বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল সার্জারিতে এফসিপিএস পাশ করেছেন।

CG/SS/NS


(Release ID: 1733741) Visitor Counter : 190


Read this release in: English