আইনওবিচারমন্ত্রক

শ্রী কিরেন রিজিজু আইন ও ন্যায় বিচার মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন

Posted On: 08 JUL 2021 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৮ জুলাই, ২০২১

শ্রী কিরেন রিজিজু আইন ও ন্যায় বিচার মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন আইন ও ন্যায় বিচার মন্ত্রকের মন্ত্রী হিসেবে কাজ করা বিরাট দায়িত্বপূর্ণের। যথাসাধ্যভাবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে সব রকম প্রয়াস চালানো হবে বলেও তিনি জানান।
আইন ও ন্যায় বিচার মন্ত্রকের দায়িত্বভার নেওয়ার আগে শ্রী রিজিজু ২০১৯এর মে থেকে যুব বিষয়ক ও ক্রীড় মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। এর আগে ২০১৪ মে থেকে ২০১৯এর মে পর্যন্ত তিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন।
রাজনৈতিকভাবে সক্রিয় পরিবার থেকে উঠে আসা শ্রী রিজিজু ছাত্র অবস্থা থেকেই সাধারণ মানুষের সেবায় বিশেষ আগ্রহ দেখাতেন। ৩১ বছর বয়সে ২০০২-০৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় সরকারের খাদি ও শিল্পোদ্যোগ কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হন। ২০০৪ সালে তিনি চর্তুদশ লোকসভা নির্বাচনে অরুণাচলপ্রদেশ আসন থেকে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন।
সাংসদ হিসেবে শ্রী রিজিজু সংসদের ভিতরে এবং বাইরে বিভিন্ন কাজের জন্য দ্রুত সহকর্মীদের কাছে সম্মান অর্জন করেন। তিনি চর্তুদশ লোকসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্বভার সামলেছেন। সংসদে তাঁর ৯০ শতাংশেরও বেশি উপস্থিতির রেকর্ড রয়েছে। এছাড়াও তিনি সংসদে বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও একাধিক বিতর্কে অংশ নিয়েছেন। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাঁকে সেরা তরুণ সংসদ সদস্য হিসেবে সম্মান প্রদান করা হয় ।
দেশের অন্যতম প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চল থেকে উঠে আসা সত্ত্বেও, তিনি জীবনে যে সুযোগ পেয়েছেন তাকেই কাজে লাগিয়েছেন। এখন তিনি কেন্দ্রীয় সরকারের হয়ে উত্তরপূর্বের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসেবে সম্মান লাভ করেছেন। ২০১৪ সালের ১৬ই মে ষোড়শ লোকসভাতেও তিনি নির্বাচিত হন। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২৬ মে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রেকর প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদে জায়গা করে দেন।

CG/SS/NS



(Release ID: 1733718) Visitor Counter : 165


Read this release in: English