পঞ্চায়েতিরাজমন্ত্রক

আজাদি কা অমৃত মহোৎসব নিয়ে ২২৫টি বিশেষ পঞ্চায়েত প্রতিষ্ঠানের জন্য পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি

Posted On: 07 JUL 2021 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জুলাই, ২০২১

আজাদি কা অমৃত মহোৎসবের জন্য চিহ্নিত ২২৫টি পঞ্চায়েত প্রতিষ্ঠানকে নিয়ে পঞ্চায়েতি রাজ মন্ত্রক এক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। আজাদি কা অমৃত মহৎসব বা ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির প্রারম্ভে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা ডঃ বিজয় কুমার বেহরা, বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পঞ্চায়েতি রাজ দপ্তরের প্রতিনিধি, ন্যাশনাল ইন্সটিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজ্য স্তরীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চিহ্নিত পঞ্চায়েতগুলির প্রধানদের স্বাগত জানান। ডঃ বেহরা পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির জন্য ভার্চ্যুয়াল প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ চন্দ্রশেখর কুমার বিশেষ এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সমস্ত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে গ্রামীণ ভারতে যথাযথ মর্যাদায় আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে চিহ্নিত গ্রাম পঞ্চায়েতগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর জোর দেন। তিনি আরও বলেন, স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনে কেন্দ্রীয় সরকার যে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে আজাদি কা অমৃত মহোৎসব তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পঞ্চায়েতি রাজ দপ্তরগুলিকে আগামী ২-৩ মাসে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে তিনি যাবতীয় সুরক্ষামূলক ব্যবস্থা ও নীতি-নির্দেশিকা মেনে চলার ওপর গুরুত্ব দেন।
মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা ডঃ বেহরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে যে সমস্ত পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে, তার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, এই মহোৎসবের অঙ্গ হিসাবে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষ গ্রামসভা আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা নিয়ে পরবর্তী কর্মপন্থা স্থির করতে পারে। মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ কুমার আজাদি কা অমৃত মহোৎসবকে সার্বিকভাবে সফল ও স্মরণীয় করে তুলতে গ্রাম পঞ্চায়েতগুলির পাশাপাশি, সংশ্লিষ্ট সবপক্ষের সমবেত প্রয়াস গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

CG/BD/SB


(Release ID: 1733406) Visitor Counter : 252


Read this release in: English