প্রতিরক্ষামন্ত্রক

সোনালী বিজয় বর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে

Posted On: 06 JUL 2021 5:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুলাই, ২০২১

উনিশশো একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সোনালী বিজয় বর্ষ উদযাপন করা হচ্ছে। এই বর্ষবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী এক অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই অনলাইন প্রতিযোগিতা চলবে। ভারতের নাগরিকরা এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পত্র জমা দিতে হবে এই ওয়েবসাইট নম্বরে। ওয়েবসাইট নম্বরটি হচ্ছে- swarnimvijayvarsh.adgpi[at]gmail[dot]com
এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টে পাওয়া যাবে। প্রতিযোগিতায় নির্বাচিত চিত্রাংকন গুলি ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল মিডিয়ায় ব্যবহার করা হবে। এর পাশাপাশি বিজয়ীদের নগদ পুরস্কারে ভূষিত করা হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরার প্রচেষ্টা চালানো হয়েছে।

CG/ SB

 



(Release ID: 1733135) Visitor Counter : 287


Read this release in: English