উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে করোনার প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন
Posted On:
03 JUL 2021 8:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জুলাই, ২০২১
উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন যে, মেঘালয় বাদে উত্তর-পূর্বাঞ্চলের সব কটি রাজ্যে করোনার প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে আজ তিনি এক পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির করোনা পরিস্থিতির কথা জেনে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য করোনা পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্যের মতোই জাতীয় হার অনুযায়ী কমছে। ব্যতিক্রম একমাত্র মেঘালয়। সেখানকার রিভৈ জেলার একটি সংশোধনাগার থেকে করোনার সংক্রমণ ঘটেছে।
ডক্টর জিতেন্দ্র সিং জানান, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গত ৩০ জুন করোনা সংক্রমিতের হার ছিল ৩.৯৬ শতাংশ। গত ২ জুলাই নেমে হয়েছে ২.৯৪ শতাংশ। যা জাতীয় হারের সমান।
আজকের এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের স্বাস্থ্য সচিব ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রাজ্যগুলি হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম, মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড। এছাড়াও ওই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব ও যুগ্ম সচিব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব ছাড়াও নীতি আয়োগের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
CG/ SB
(Release ID: 1732547)
Visitor Counter : 194