ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ডালের মতো অত্যাবশক পণ্য়ের দাম কমানোর উদ্যোগের অঙ্গ হিসেবে কেন্দ্র, একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে ডাল মজুত রাখার উর্ধসীমা নির্ধারণ করা হয়েছে, যা পাইকারি ও খুচরো ব্যবসায়ী, মিল মালিক এবং আমদানিকারকদের ক্ষেত্রেও প্রযোজ্য
Posted On:
02 JUL 2021 11:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ জুলাই, ২০২১
ডালের মতো অত্যাবশক পণ্যের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র একটি যুগান্তকারী নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশে ডাল মজুত রাখার উর্ধসীমা নির্ধারিত হয়েছে। যা পাইকারি ও খুচরো ব্যবসায়ী, মিল মালিক এবং আমদানিকারকদের ক্ষেত্রে প্রযোজ্য। আজ, অর্থাৎ দোসরা জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। ২০২১ সালের নির্দিষ্ট খাদ্যশস্য (সংশোধিত) আদেশ অনুযায়ী লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী, মজুত রাখার উর্ধসীমা এবং অত্যাবশক পণ্য চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে কেন্দ্র নানা বিষয়ে দীর্ঘ মেয়াদী কৌশল তৈরি করেছে। এর ফলে ডাল শস্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। কেন্দ্রর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে ডাল শস্য ও তৈলবীজের দাম এখন নিম্নমুখী। ২০২০ – ২১ সালে ডাল শস্যের উৎপাদন সব থেকে বেশি হয়েছে – ২৫৫ লক্ষ ৮০ হাজার মেট্রিকটন। এর মধ্যে ছোলা এবং মুগ ডালের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। ২০২০ – ২১ সালে ১ কোটি ২৬ লক্ষ ১০ হাজার মেট্রিকটন ছোলা এবং ২৬ লক্ষ ৪০ হাজার মেট্রিকটন মুগ ডাল উৎপাদন হয়েছে।
২০২০ – ২১ অর্থ বর্ষে মূল্য স্থিতিশীলতা তহবিলের সাহায্যে ডাল শস্যের মজুত রাখার পরিমাণ বৃদ্ধি করে ২৩ লক্ষ মেট্রিকটন করা হয়েছে। ডালের দামের উপর নজর রাখতে একটি ওয়েব পোর্টাল তৈরি হয়েছে। এই পোর্টালের সাহায্যে অনাকাঙ্খিতভাবে যদি কেউ ডাল মজুত রাখেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। ভোজ্য তেলের দাম কমানোর জন্য নজরদারী বাড়াতে একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরগুলিতে খাদ্যশস্য দ্রুত নামানোর ব্যবস্থা করা হয়েছে। অড়হড়, বিউলি এবং মুগ ডালকে নিয়ন্ত্রিত তালিকা থেকে সরানো হয়েছে। এর ফলে এই ডাল আমদানী করা যাবে।
পরিশোধিত ব্লিচড ডিয়োডোরাইসড (আরবিডি) পাম তেল এবং পামোলিনের পরিবর্তিত আমদানি নীতি ৩০শে জুন থেকে কার্যকর হয়েছে। এর ফলে এগুলি নিয়ন্ত্রিত তালিকার বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। কোভিড – ১৯ এর ফলে উদ্ভুত পরিস্থিতিতে বিদেশ থেকে আমদানি করা ডাল শস্য এবং রান্নার তেল যাতে দেশে এসে পৌঁছালে সহজেই সেগুলিকে জাহাজ থেকে নামানো যায়, তার জন্য সাধারণ পরিচালন পদ্ধতি তৈরি করা হয়েছে। এর ফলে ডাল শস্য জাহাজ থেকে ১০ – ১১ দিনের পরিবর্তে ৬ – ৭ দিনের মধ্যে নামানো যাচ্ছে। রান্নার তেলের ক্ষেত্রে তা কমে হয়েছে, ৩ – ৪ দিন।
মহামারীর কারণে সরবরাহ শৃঙ্খল এবং অন্যান্য আর্থিক বিষয়গুলির ফলে খাদ্য শস্যের সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এর ফলে দেশের সব নাগরিকের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান নিরবচ্ছিন্ন রাখতে সরকার উদ্যোগী হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে মানুষের চাহিদা পূরণে শুধুমাত্র ক্ষমতা বাড়ানোই নয়, ন্যাশনাল অয়েল সিডস মিশনের নীতি পরিবর্তন করে বৈদেশিক বাণিজ্যের যাতে সুবিধা হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
CG/CB/SFS
(Release ID: 1732424)
Visitor Counter : 268