রেলমন্ত্রক

ভারতীয় রেল ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১-এর জুন পর্যন্ত ১০ মাসে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন করেছে

Posted On: 02 JUL 2021 8:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ জুলাই, ২০২১

কোভিড জনিত অতিমারি পরিস্থিতিতেও ভারতীয় রেল পণ্য পরিবহনের ক্ষেত্রে তার গতি বজায় রেখেছে।
মিশন মোডে চলতি বছরের জুন মাসে পণ্য পরিবহনের পরিমাণ ছিল ১১২.৬৫ মিলিয়ন টন। যা ২০১৯- এর জুন মাসের তুলনায় ১১.১৯ শতাংশ বেশি। ২০১৯ সালে এর পরিমাণ ছিল ১০১.৩১ মিলিয়ন টন।
চলতি বছরের জুন মাসে যে সমস্ত পণ্য পরিবহন করা হয়েছে তার মধ্যে রয়েছে, ৫০.০৩ মিলিয়ন টন কয়লা, ১৪.৫৩ মিলিয়ন টন লৌহ আকরিক, ৫.৫৩ মিলিয়ন টন কাঁচা লোহা ও ইস্পাত, ৫.৫৩ মিলিয়ন টন খাদ্যশস্য, ৪.৭১ মিলিয়ন টন সার, ৩.৬৬ মিলিয়ন টন খনিজ তেল, ৬.৫৯ মিলিয়ন টন সিমেন্ট এবং ৪.২৮ মিলিয়ন টন ঝামা।
চলতি বছরের জুন মাসে ভারতীয় রেল পণ্য পরিবহন খাতে ১১১৮৬.৮১ কোটি টাকা আয় করেছে। যা ২০২০ সালের জুন মাসের তুলনায় ২৬.৭ শতাংশ বেশি। গত বছরের জুন মাসে এই অর্থের পরিমাণ ছিল ৮৮২৯.৬৮ কোটি টাকা। ২০১৯ সালে এই সময়ে এর পরিমাণ ছিল ১০৭০৭.৫৩ কোটি টাকা।
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় রেলের পক্ষ থেকে পণ্য পরিবহন খাতে বেশ কিছু ছাড় দেয়া হচ্ছে। পণ্যবাহী ট্রেনের গতিবেগ বাড়ানো হয়েছে। বিগত ১৯ মাসে পণ্যবাহী ট্রেনের গতিবেগ প্রায় দ্বিগুণ করা হয়েছে।

CG/ SB

 


(Release ID: 1732371) Visitor Counter : 204


Read this release in: English