স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ডাঃ হর্ষ বর্ধন সারভাইক্যাল প্যাথোলজি ও কল্পোস্কোপির বিষয়ে সপ্তদশ ওয়ার্ল্ড কংগ্রেসে ভাষণ দিয়েছেন

Posted On: 02 JUL 2021 5:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২ জুলাই, ২০২১

ডাঃ হর্ষ বর্ধন বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারভাইক্যাল প্যাথোলজি ও কল্পোস্কোপির ওপর সপ্তদর্শ ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখেছেন। উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইন্ডিয়ান সোস্যাইটি অফ কল্পোস্কোপি অ্যান্ড সার্ভাইক্যাল প্যাথোলজি এশিয়া মহাদেশে প্রথম কংগ্রেসের আয়োজক।
ইন্ডিয়ান সোস্যাইটি অফ কল্পোস্কোপি অ্যান্ড সার্ভাইক্যাল প্যাথোলজি সার্ভিক্সের প্রাক ক্যান্সার পরিস্থিতির চিকিৎসা এবং কল্পোস্কোপির প্রশিক্ষণ দিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তারই স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো এই কংগ্রেস এশিয়া মহাদেশে আয়োজন করা হয়েছে। ডাঃ হর্ষ বর্ধন এর জন্য সোস্যাইটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার নির্মূল করার যে পরিকল্পনা করেছে তার সঙ্গে সাযুজ্য রেখে এবারের কংগ্রেসের মূল ভাবনা ‘এলিমিনেটিং সার্ভাইক্যাল ক্যান্সার : কল ফর অ্যাকশন।’
সার্ভাইক্যাল ক্যান্সারের বিষয়ে মন্ত্রী জানিয়েছেন মহিলাদের মধ্যে এই ক্যান্সারের প্রবণতা যথেষ্ট। পৃথিবীতে প্রতি বছর ৫ লক্ষের মতো মহিলা এই রোগে আক্রান্ত হন। আর ২৫ লক্ষ মহিলা প্রাণ হারান। মন্ত্রী জানিয়েছেন সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উন্নয়নশীল দেশগুলির মধ্যে খুব কম দেশেরই জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি রয়েছে। ভারত তাদের মধ্যে অন্যতম। আয়ুষ্মান ভারত কর্মসূচির মাধ্যমে কেন্দ্র ক্যান্সারকে নির্মূল করতে চাই। ঊচ্ছ্বসিত মন্ত্রী তাঁর ভাষণের শেষে এই কংগ্রেসের সাফল্য কামনা করেন এবং এই কংগ্রেসের বিভিন্ন আলোচনায় এশিয়া মহাদেশের জন্য ক্যান্সার প্রতিরোধের একটি কৌশল তৈরি করা যাবে যা পরবর্তীতে অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতেও ছড়িয়ে পরবে।

CG/CB/NS



(Release ID: 1732293) Visitor Counter : 355


Read this release in: English