উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমা রাওয়ের জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন
Posted On:
28 JUN 2021 7:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুন, ২০২১
প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমা রাওয়ের জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু আজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে 'কিংবদন্তি ব্যক্তিত্ব' হিসেবে বর্ণনা করে বলেছেন যে অর্থনৈতিক সংস্কারের তিনি ছিলেন পথিকৃৎ।
উপরাষ্ট্রপতি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে উল্লেখ করে বলেছেন যে, পি ভি নরসিমা রাও ছিলেন একজন পন্ডিত, দক্ষপ্রশাসক, সুসাহিত্যিক এবং বহুভাষাবিদ। তিনি তার দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেশের অর্থনৈতিক সংকটে এগিয়ে নিয়ে গেছেন। এর আগে উপরাষ্ট্রপতি বিশাখাপত্নাম সার্কিট হাউসের সংযোগস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে, শ্রী রাওয়ের উদ্যোগেই সাহসী সংস্কারগুলি গত তিন দশক ধরে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে। শ্রী নরসিমা রাও প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারগুলি অপর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ি তার যথার্থ প্রয়োগ করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই সংস্কারগুলি ত্বরান্বিত করেছেন।
CG/ SB
(Release ID: 1730981)
Visitor Counter : 183