সংস্কৃতিমন্ত্রক

নেতাজি সুভাষচন্দ্র বসুর শিল্পকর্মের সাথে সম্পর্কিত বিষয়ে সংস্কৃতি মন্ত্রকের বক্তব্য

Posted On: 27 JUN 2021 2:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ জুন, ২০২১

সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নিদর্শনগুলি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য। মন্ত্রক জানিয়েছে যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে এবছরের ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছিল। ওই প্রদর্শনীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই নিদর্শনগুলি রাখা ছিল। নিদর্শনগুলি লাল কেল্লার জাদুঘর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। এনিয়ে দুটি সংস্থার কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর নিদর্শনগুলি যথাযথ নিরাপত্তা এবং বীমা সহকারে কলকাতায় প্রেরণ করা হয়েছিল।

CG/ SB

 


(Release ID: 1730874) Visitor Counter : 130


Read this release in: English