স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ: অসত্য ও প্রকৃত তথ্য

কোন রাজ্যের জনসংখ্যা, ব্যবহারের দক্ষতা, আক্রান্তের সংখ্যা ও অপচয় বিষয়টির ওপর ভিত্তি করে টিকার বিতরণ স্বচ্ছভাবে করা হয়

Posted On: 24 JUN 2021 6:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ জুন, ২০২১

ভারতের জাতীয় করোনা টিকাকরণ অভিযানটি বৈজ্ঞানিক এবং অতি মারি সংক্রান্ত তথ্যপ্রমাণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা এবং বিশ্বব্যাপী সেরা অনুশীলনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কেন্দ্র এবং রাজ্যগুলির সক্রিয় সহযোগিতা এবং সুষ্ঠু পরিকল্পনা ও জনগণের অংশীদারিত্বের উপর ভিত্তি করে এটি কার্যকর করা হয়েছে।
কয়েকটি সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে যে, রাজ্যগুলিকে টিকা বিতরণ করা নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এই অভিযোগের কোন সারবত্তা নেই এবং প্রকৃত তথ্য না জেনে রিপোর্ট করা হয়েছে।
এটা খুবই পরিষ্কার যে ভারত সরকার বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে করোনা প্রতিষেধক টিকা বরাদ্দ করছে। দৈনিক কত পরিমাণে টিকা দেওয়া হচ্ছে, কত পরিমান টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির হাতে রয়েছে এবং কত পরিমাণ টিকা রাজ্য গুলোকে আরও সরবরাহ করা হচ্ছে তা প্রতিদিন প্রেস ইনফরমেশন ব্যুরো এর মাধ্যমে প্রেস রিলিজ করে জানানো হচ্ছে।
টিকা বিতরণ যে সমস্ত প্যারামিটার গুলি দেখে করা হয় সেগুলি হচ্ছে-
১) সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা।
২) কত পরিমাণ আক্রান্ত হয়েছে বা রাজ্যের পরিস্থিতি দেখে।
৩) সংশ্লিষ্ট রাজ্যের কতটা টিকা ব্যবহারে লাগবে।
টিকা অপচয়ের বিষয়টিকেও নজরে রাখা হয়।

CG/ SB

 



(Release ID: 1730098) Visitor Counter : 256


Read this release in: English