প্রধানমন্ত্রীরদপ্তর
সন্ত কবীর দাসজির জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ
प्रविष्टि तिथि:
24 JUN 2021 5:28PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৪শে জুন , ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্ত কবীর দাসজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত কবীর দাসজি সামাজিক কুপ্রথাগুলির অবসানে যেমন সংগ্রাম করেছেন, একই ভাবে মানবিকতা ও সকলকে ভালোবাসার শিক্ষাও দিয়েছেন। তাঁর দেখান পথে ভ্রাতৃত্ববোধ ও সকলের মধ্যে সদ্ভাব গড়ে তোলার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে সকলে অনুপ্রাণিত হয়।
শ্রী মোদী, বছর কয়েক আগে সন্ত কবীর দাসের নির্বাণ স্থল মাগহরে যান। সেই সময়ের ছবি তিনি সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন।
CG/CB
(रिलीज़ आईडी: 1730061)
आगंतुक पटल : 267
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English