আয়ুষ
সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২১ উপলক্ষে এম-যোগ অ্যাপ-এর সূচনা প্রধানমন্ত্রীর
Posted On:
21 JUN 2021 9:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুন, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ‘হু এম-যোগ’ অ্যাপ-এর সূচনা করেন। এম-যোগ অ্যাপে বিভিন্ন ভাষায় সর্বজনীন যোগ রীতিনীতির ওপর ভিত্তি করে যোগ প্রশিক্ষণ ও অনুশীলনের একাধিক ভিডিও তুলে ধরা হয়েছে। এটিকে আধুনিক প্রযুক্তি ও প্রাচীন বিজ্ঞানের মিশ্রণের এক দুর্দান্ত উদাহরণ হিসেবে অবিহিত করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে এম-যোগ অ্যাপটি যোগ ব্যায়ামকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সহায়তা করবে এবং ‘এক বসুন্ধরা, এক স্বাস্থ্য’ গঠনের প্রয়াসে অবদান রাখবে।
প্রধানমন্ত্রী জানান,
“ভারত যখন রাষ্ট্রসঙ্ঘে যোগ দিবসের প্রস্তাব দিয়েছিল এর পেছনে এই যোগ বিজ্ঞানকে পুরো বিশ্বে গ্রহণযোগ্য করে তোলার চিন্তাভাবনা ছিল। আজ ভারত রাষ্ট্রসঙ্ঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এই পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
এখন বিশ্ব, এম-যোগ অ্যাপের শক্তি পেতে চলেছে। এই অ্যাপে যোগ ব্যায়াম প্রশিক্ষণের অনেকগুলি ভিডিও সর্বজনীন যোগ রীতিনীতির ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন ভাষায় তুলে ধরা হয়েছে। এটি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন বিজ্ঞানের সংমিশ্রণের এক দুর্দান্ত উদাহরণ। আমি নিশ্চিত যে এই এম-অ্যাপটি বিশ্বজুড়ে যোগ সম্প্রসারণে ও এক বসুন্ধরা, এক স্বাস্থ্য গঠনের প্রয়াস সফল করতে বড় ভূমিকা পালন করবে।”
এই মোবাইল অ্যাপটি বিশ্বজুড়ে বিশেষত বর্তমান অতিমারী পরিস্থিতিতে যোগ ও সুস্থতার বিষয় প্রচারের ক্ষেত্রে সহায়ক হবে। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের স্বাস্থ্যের পুনর্গঠনে যোগাভ্যাস সহায়ক ভূমিকা পালন করবে বলেও প্রধানমন্ত্রী জানান।
প্রেক্ষাপট :
আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে ২০১৯ সালের মাঝামাঝিতে মোবাইল যোগ-এর বিষয়ে একটি প্রকল্প হাতে নেয়। ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুবিধার লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রসঙ্ঘের সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যসমূহের আওতায় ‘স্বাস্থ্যকর হোন, মোবাইল রাখুন’ (বিএইচবিএম) বিষয়ে পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনায় হু মোবাইল স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অসংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় এই প্রযুক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ২০১৯-এর মাঝামাঝিতে হু এবং আয়ুষ মন্ত্রক এই এম-যোগ অ্যাপ তৈরির জন্য সমঝোতাপত্র সাক্ষর করে। এম-যোগ প্রকল্পে মূলত, সাধারণ সুস্থতার জন্য সর্বজনীন যোগ রীতিনীতি, মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য যোগ চর্চা, প্রাপ্ত বয়স্কদের যোগাভ্যাস এবং প্রাক মধুমেহ রোগীদের জন্য যোগ ব্যায়াম – এই চারটি বিষয়ে বিশেষ জোড় দেওয়া হয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে মোরারজি দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠান। হু প্রযুক্তিগত অংশীদার হিসেবে সাহায্য করেছে।
CG/SS/SKD
(Release ID: 1729215)
Visitor Counter : 253