উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

যোগ চর্চাকে মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি

Posted On: 21 JUN 2021 3:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ জুন, ২০২১

উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ যোগ চর্চাকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, যে যোগ চর্চা কেবলমাত্র শারীরিক ও মানসিকভাবেই সহায়তা করে না বরং সামাজিক স্বাস্থ্যেরও উন্নতি সাধন করে। তিনি বলেন, “এটি সাধারণ মানুষ এবং দেশ উভয়ের পক্ষেই ভালো”।
শ্রী নাইডু আজ দিনের শুরুতে সস্ত্রীক উপ রাষ্ট্রপতি নিবাস প্রাঙ্গণে যোগ অনুশীলনে অংশ নেন।

CG/SS/SKD


(Release ID: 1729056)
Read this release in: English