বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
পুনে ভিত্তিক শিল্পদ্যোগ সংস্থা বাজারে বিষক্রিয়াহীন, নমনীয় ও দীর্ঘস্থায়ী হ্যান্ড স্যানিটাইজার আনতে প্রস্তুত
Posted On:
17 JUN 2021 6:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ জুন, ২০২১
এক ধরনের পরিবেশ বান্ধব হ্যান্ড স্যানিটাইজার যা অত্যন্ত নমনীয় এবং বিষক্রিয়াহীন, তা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। অ্যালকোহল বিহীন, জেলি প্রকৃতির এবং দাহ্যশীল নয় এরকম একটি হ্যান্ড স্যানিটাইজার সিলভার ন্যানোপার্টিকেলের থেকে প্রস্তুত করেছে পুনের একটি শিল্পোদ্যোগ সংস্থা।
এই করোনা অতিমারি সময় বারেবারে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ফলে হাত শুষ্ক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। শুষ্কতার যাতে সৃষ্টি না হয় সেজন্যই বিশেষভাবে এই স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে। যেকোনো পরিবেশে এই স্যানিটাইজার রেখে দেওয়া যায়।
ভাইরাস নিধনে এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার কাজ করবে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই দ্রব্যটি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ক্লিনিক্যাল ট্রায়াল অতিক্রম করেছে।
এই ওয়েইনোভেট বায়ো সলিউশনস সংস্থাটিকে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পোদ্যোগ উন্নয়ন পর্ষদ নতুন ধরনের এই স্যানিটাইজারটির অনুমোদন দিয়েছে। পুনের ওই শিল্পোদ্যোগ সংস্থাটি সিলভার সলিউশন ভিত্তিক এই হ্যান্ড স্যানিটাইজারটি প্রস্তুত করেছে।
CG/ SB
(Release ID: 1727943)
Visitor Counter : 234