স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ দিন পর কমে ৯ লক্ষের নীচে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ২২৪
দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি
জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৯৫.৮০ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৩.২২ শতাংশ, লাগাতার ৯ দিন এই হার ৫ শতাংশের নীচে

Posted On: 16 JUN 2021 2:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুন, ২০২১

 

দেশে দৈনিক-ভিত্তিতে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই প্রবণতা অব্যাহত থেকে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ২২৪। একইভাবে, পরপর ৯ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের নীচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। আজ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। এর ফলে, ৭০ দিন পর সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষের নীচে নেমে এসেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৯৪৬টি কমেছে। এই সংখ্যা দেশে মোট আক্রান্তের কেবল ২.৯২ শতাংশ।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা লাগাতার বাড়তে থাকায় দেশে পরপর ৩৪ দিন দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন করোনামুক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ৪৫ হাজারেরও বেশি।

মহামারী শুরুর সময় থেকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন সুস্থ হয়ে উঠেছেন এবং গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন আরও ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। এর ফলে, জাতীয় স্তরে সার্বিক সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ, যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে।

দেশে কোভিড-১৯ নমুনা পরীক্ষা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ৩০ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩৮ কোটি ৩৩ লক্ষ ৬ হাজার ৯৭১।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষা লাগাতার বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে তেমনই সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ কমছে। দেশে সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ৪.১৭ শতাংশ। অন্যদিকে, আজ দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৩.২২ শতাংশ। এর ফলে, দৈনিক আক্রান্তের হার লাগাতার ৯ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।

দেশে গতকাল পর্যন্ত ২৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী দেশে ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ২৪ ঘণ্টায় ২৮ লক্ষ ৪৫৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০০,৭৯,৩৩০

 

৭০,০০,৬১২

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৬৯,১০,১৭০

 

৮৯,১০,৩০৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৫১,০৩,৯৬৫

 

,০০,০৩৫

 

৪৫-৬০ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৭২,৯৮,৮৪২

 

,২২,০০,৪৪৯

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৩২,৮৯,৬১৪

 

,০২,৭৮,৬৯২

 

মোট

 

২৬,১৯,৭২,০১৪

 

CG/BD/SB16_JUNE_2021...…(481)…..(1727437)



(Release ID: 1727490) Visitor Counter : 167


Read this release in: English