বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
জার্মান শিল্প এবং শিল্প গবেষণা ও উন্নয়ন সংস্থাগুলিতে শিল্প ক্ষেত্রে গবেষণা জন্য তরুণ ভারতীয় গবেষকদের সহায়তায় আইজিএসটিসি শিল্প সৌহার্দ্য কর্মসূচির সূচনা করেছে
Posted On:
15 JUN 2021 5:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৫ জুন, ২০২১
ভারত-জার্মান বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র (আইজিএসটিসি)এর ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা আইজিএসটিসি শিল্প সৌহার্দ্য কর্মসূচির সূচনা করেছেন।
অধ্যাপক আশুতোষ শর্মা জানান, এই কর্মসূচি দুই দেশের মধ্যে শিল্প ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের শিল্প ও গবেষণা ক্ষেত্রে নানান সমস্যা মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা-ভাবনা বিকাশে সাহায্য করবে। একইসঙ্গে তরুণ গবেষকদের জার্মান ব্যবস্থাপনায় গবেষণা, প্রযুক্তি বিকাশ ও শিল্পক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে উৎসাহ যোগাবে।
আইজিএসটিসি শিল্প সৌহার্দ্য কর্মসূচি তরুণ ভারতীয় পিএইচডি শিক্ষার্থী ও বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পোস্ট ডক্টরাল গবেষকদের জার্মান শিল্প ও শিল্প গবেষণা এবং উন্নয়ন সংস্থায় শিল্প ক্ষেত্রের বিকাশে সহায়তা করবে। সর্বাধিক এক বছরের জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। গতকাল আইজিএসটিসি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে প্রতিষ্ঠানের পরিচালন পর্ষদের সদস্য, ভারত ও জার্মান সরকার এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা করা হয়। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং জার্মান সরকারের শিক্ষা ও গবেষণা দপ্তর যৌথভাবে এই আইজিএসটিসি প্রতিষ্ঠা করেছে। এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানা যাবে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে-
http://www.igstc.org/
CG/SS/NS
(Release ID: 1727251)
Visitor Counter : 208