জলশক্তি মন্ত্রক

জল শক্তি অভিযানের দ্বিতীয় পর্যায়ে সাংসদদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জল শক্তি প্রতিমন্ত্রী

Posted On: 15 JUN 2021 5:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুন, ২০২১

চলতি জল শক্তি অভিযান : বৃষ্টির জল সংরক্ষণ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের জন্য লোকসভা ও রাজ্যসভার সমস্ত সদস্যদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী রতনলাল কাটারিয়া। ঐ চিঠিতে সাংসদদের সংশ্লিষ্ট রাজ্য ও নির্বাচনী এলাকাগুলিতে জল শক্তি অভিযানে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ২২ মার্চ বিশ্ব জল দিবসে বৃষ্টির জল সংরক্ষণের সূচনা করেন।
সারা দেশ জুড়ে এ ধরনের অভিযান গ্রহণের উদ্দেশ্যই হ’ল ভূগর্ভস্থ জলস্তর বাড়াতে কৃত্রিম উপায়ে জল সংরক্ষণ কাঠামো গড়ে তুলে বৃষ্টির জল সংরক্ষণ করা। এই লক্ষ্যে পুকুর, জলাশয় ও জলাধারগুলির সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানের আওতায় স্থির হয়েছে, জিও ট্যাগিং বা ভৌগোলিক অবস্থানের নিরিখে সমস্ত জলাশয় সম্পর্কে একটি তথ্য ভান্ডার গড়ে তোলা, যাতে জল সংরক্ষণ পরিকল্পনার কাজে জেলাস্তর পর্যন্ত এই তথ্য কাজে লাগানো যায়। প্রত্যেক সাংসদকে পাঠানো চিঠিতে জল শক্তি অভিযান সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে এবং ইতিমধ্যেই অভিযানে যে অগ্রগতি হয়েছে, সে সম্পর্কেও সাংসদদের অবহিত করা হয়েছে। আসন্ন বর্ষা মরশুমে বৃষ্টির জল সংরক্ষণে সাধারণ মানুষকে সংবেদনশীল করে তুলতে প্রত্যেক সাংসদের সক্রিয় সমর্থন চাওয়া হয়েছে ঐ চিঠিতে। ব্যক্তিগতভাবে প্রত্যেক সাংসদকে এ ধরনের চিঠি পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে শ্রী কাটারিয়া বলেছেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলিতে জল সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাজ করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেছেন, ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ হ্রাস পাওয়া এবং জল সঙ্কটের মতো সাধারণ সমস্যার সমাধানে বৃহত্তর জনস্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।
জল শক্তি অভিযানের প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়ে বৃষ্টির জল সংরক্ষণের উদ্যোগ দেশের সমস্ত জেলার গ্রাম ও শহরাঞ্চলে রূপায়িত হবে। অভিযানের প্রথম পর্যায়ে ২৫৬টি জেলায় ২ হাজার ৮৩৬টি ব্লকের মধ্যে জল সঙ্কট রয়েছে এমন ১ হাজার ৫৯২টি ব্লকে রূপায়ণ করা হয়েছিল।
জল শক্তি মন্ত্রকের অধীন জাতীয় জল মিশন নোডাল এজেন্সি হিসাবে এই অভিযান পরিচালনা করবে। সমস্ত রাজ্য সরকারের পাশাপাশি, বড় মাপের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থাগুলিকেও অভিযানে সামিল করা হবে। ইতিমধ্যেই কোভিড-১৯ মহামারীর সময়ও এই অভিযানে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৃষ্টির জল সংরক্ষণের জন্য ১ লক্ষ ৬৬ হাজার জলাধার নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়াও, আরও ১ লক্ষ ৪২ হাজার জল সংরক্ষণ কাঠামো গড়ে তোলার কাজ চলছে। এই অভিযান সম্পর্কে শ্রী কাটারিয়া আরও বলেছেন, প্রধানমন্ত্রী স্বয়ং এই উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এমনকি, তিনি এই অভিযানে সামিল হওয়ার জন্য ২.৫ লক্ষ গ্রামপ্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের সক্রিয়ভাবে সামিল হওয়ার জন্য চিঠি দিয়েছেন। শ্রী কাটারিয়া বলেন, শীঘ্রই জল আন্দোলনকে জনআন্দোলনে রূপ দেওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী।

CG/BD/SB


(Release ID: 1727250) Visitor Counter : 206


Read this release in: English