প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং যুদ্ধ বা অভিযান সংক্রান্ত ইতিহাসের বিবরণ, সংকলন এবং সংরক্ষণাগার তৈরির নীতির অনুমোদন দিয়েছেন

Posted On: 12 JUN 2021 7:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুন, ২০২১

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুদ্ধ বা অভিযান সংক্রান্ত ইতিহাসের বিবরণ, সংকলন এবং সংরক্ষণাগার তৈরির নীতির অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে মন্ত্রকের অধীন বিভিন্ন দপ্তর সহ আসাম রাইফেলস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী প্রভৃতির মাধ্যমে যুদ্ধ ও অভিযান সংক্রান্ত সমস্ত রেকর্ড, ডায়েরি, চিঠিপত্র প্রভৃতি প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগে স্থানান্তর করতে বলা হয়েছে। সংশোধিত পাবলিক রেকর্ড আইন ১৯৯৩ এবং পাবলিক রেকর্ড বিধি ১৯৯৭ অনুযায়ী যুদ্ধ বা অভিযান সংক্রান্ত রেকর্ড গুলি ২৫ বছরের মধ্যে ঘোষিত করা উচিত। যুদ্ধ অথবা অভিযানের ইতিহাস সংকলিত করতে গেলে ২৫ বছরের পুরনো রেকর্ড গুলো বিশেষজ্ঞদের দ্বারা মূল্যায়ন করা উচিত। এর পাশাপাশি সেগুলি ভারতের জাতীয় সংরক্ষনগার গুলিতে স্থানান্তরিত হওয়া দরকার।
প্রতিরক্ষা মন্ত্রকের নতুন নীতি অনুযায়ী, তাদের ইতিহাস বিভাগ বিভিন্ন যুদ্ধ বা অভিযান সংকলন করার সময় সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে চলবে। প্রয়োজনে সমন্বয় কমিটি গঠন করার কথাও বলা হয়েছে। যুদ্ধ বা অভিযানের ইতিহাস সম্পর্কিত সংকলন এবং তার প্রকাশের ক্ষেত্রে ও সুস্পষ্ট সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে। কোন যুদ্ধ বা অভিযান শেষ হওয়ার দু'বছরের মধ্যে সমন্বয় কমিটি গঠন করতে হবে। এরপর তথ্য সংগ্রহ করে সে সংক্রান্ত রেকর্ড সংরক্ষন করতে হবে। এরপর তিন বছরের মধ্যে তা সংকলন করে প্রকাশ করতে হবে।
যুদ্ধের ইতিহাস রচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে
কে সুব্রামানিয়ামের নেতৃত্বাধীন কারগিল রিভিউ কমিটি এবং এন এন ভোরার কমিটি যুদ্ধের বিশ্লেষণ এবং ত্রুটি রোধ করার জন্য সুপারিশ করেছিলেন। বিশেষত, কারগিল যুদ্ধের পর জাতীয় সুরক্ষার বিষয়ে সরকারের সুপারিশ গুলিতে প্রামানিক ইতিহাসের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
যুদ্ধের ইতিহাস সময় মত প্রকাশের ফলে সাধারণ মানুষও এ সম্পর্কে সঠিক তথ্য পাবেন। গবেষণার ক্ষেত্রেও সহায়তা করবে। এর পাশাপাশি ভিত্তিহীন গুজব ছড়ানো বন্ধ হবে।

CG/SB

 



(Release ID: 1726623) Visitor Counter : 164


Read this release in: English