বিদ্যুৎমন্ত্রক
পাওয়ারগ্রিডের দেশজুড়ে কোভিড টিকাকরণের উদ্যোগ অব্যহত
Posted On:
12 JUN 2021 7:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ই জুন, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড – ‘পাওয়ারগ্রিড’ সংস্থাটি তার কর্মী এবং কর্মীদের পরিবারের সদস্যদের কোভিড মহামারীর সময়ে সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ও সময়োচিত উদ্যোগ হল পাওয়ারগ্রিডের বিভিন্ন দপ্তরে টিকাকরণ কর্মসূচীর ব্যবস্থা করা।
কেন্দ্রের “দাওয়াই ভি কড়াই ভি” – উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে সংস্থার ১ নম্বর পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে নাগপুরে একটি টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। নাগপুর পুরনিগমের সহায়তায় এই শিবিরে সংস্থার সমস্ত কর্মী, তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য এবং চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে যাদের বয়স ৪৫এর বেশি, তাদের টিকা দেওয়া হয়েছে। নাগপুরে ওকহার্ট হাসপাতালে, মুম্বাইয়ের হীরানন্দনী হাসপাতাল এবং লিয়াজোঁ অফিসে ১০ই জুন টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
আমিন গাঁওতে ২২০ কিলোভোল্ট জিআইএস সাবস্টেশনে ১১ই জুন এনইআরপিএসআইপি –র উদ্যোগে আর একটি টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ঘি –তে এক্সেল কেয়ার হাসপাতালে সংস্থার কর্মী, তাদের পরিবারের সদস্য এবং চুক্তি ভিত্তিক কর্মীদের জন্যও একটি টিকাকরণ শিবিরের ব্যবস্থা করা হয়।
পাওয়ারগ্রিডের ২ নম্বর পূর্বাঞ্চলীয় কেন্দ্রের সদর দপ্তর কলকাতায় কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য একটি কোভিড টিকাকরণ শিবিরের ব্যবস্থা করা হয়। রাজারহাট ও সুভাষগ্রামে সাবস্টেশন, কল্যাণীতে নির্মীয়মান দপ্তর, ইআরএল, ইআরপিসি, সিইএ এবং সিএজি –র কর্মীদেরও এই শিবিরে টিকাকরণ করা হয়। মৃত কর্মীদের পরিবারের সদস্যরাও এই শিবিরের মাধ্যমে টিকাকরণের সুবিধা পেয়েছেন। কলকাতার এই শিবির থেকে যে ৩১১ জনের টিকাকরণ হয়েছে, তাদের মধ্যে প্রথম টিকা পান একজন মৃত কর্মীর স্ত্রী। এর মাধ্যমে পাওয়ারগ্রিড, মৃত কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো এবং তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছে।
১ নম্বর উত্তরাঞ্চলের কর্মীদের জন্য ফরিদাবাদে, ১ নম্বর দক্ষিণাঞ্চলের কর্মীদের জন্য গোটি ও ছিলাকালুরিপেটায় টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। ভিয়াডি সাবস্টেশনে ৫ই জুন টিকাকরণের তৃতীয় পর্যায়ে মোট১৮০ জনকে টিকা দেওয়া হয়েছে। এছাড়াও রাউরকেল্লা সাবস্টেশনের কর্মীদের স্থানীয় পুরসভার সঙ্গে সহযোগিতায় টিকাকরণের ব্যবস্থা করা হয়। এখানে ১০০ জন টিকা পেয়েছেন। রাউরকেল্লা সাবস্টেশন পানপোষ হাসপাতালে সাবস্টেশনের পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দাদের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করেছিল। এছাড়া কানিহা এইচভিবিসি স্টেশনে কানিহা এবং রেঙ্গালি সাবস্টেশনের কর্মী ও সহযোগী কর্মীদের জন্য যে টিকাকরণ শিবিরের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে ৯৮ জন টিকা পেয়েছেন।
CG/CB/SFS
(Release ID: 1726611)
Visitor Counter : 163