স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণের সর্বশেষ তথ্য

টিকাকরণ নিয়ে ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর চেয়ারম্যান এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তথাকথিত হ্যাকারদের ডার্ক ওয়েবে কথিত ডেটা ফাঁস সম্পর্কিত তথ্যের ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে
কো-উইন ব্যবস্থায় সাধারণ মানুষের তথ্য যাতে নিরাপদ থাকে তার জন্য আমরা নির্দিষ্ট সময় অন্তর প্রয়োজন-সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো : ডঃ আর এস শর্মা

Posted On: 12 JUN 2021 2:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুন, ২০২১

কো-উইন ব্যবস্থায় তথাকথিত হ্যাকিং-এর বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের কম্প্যুটার এমার্জেন্সি রেসপন্স টিম অনুসন্ধান করে দেখছে।
টিকাকরণ সম্পর্কিত ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর চেয়ারম্যান ডঃ আর এস শর্মা কো-উইন ব্যবস্থায় তথাকথিত হ্যাকিং সম্পর্কে সুস্পষ্টভাবে জানিয়েছেন, ডার্ক ওয়েবে তথাকথিত হ্যাকারদের মাধ্যমে কো-উইন ব্যবস্থায় হ্যাকিং-এর ফলে তথ্য ফাঁসের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কো-উইন ব্যবস্থায় সাধারণ মানুষের তথ্য যাতে নিরাপদ থাকে তার জন্য আমরা নির্দিষ্ট সময় অন্তর প্রয়োজন-সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডঃ শর্মা জানিয়েছেন।

CG/BD/SB



(Release ID: 1726513) Visitor Counter : 147


Read this release in: English