স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
টিকাকরণ সম্পর্কে প্রচলিত ধারনার বিরুদ্ধে সঠিক তথ্য
Posted On:
11 JUN 2021 7:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ জুন, ২০২১
কেন্দ্রীয় সরকার কোভিড ১৯ টিকার অপচয় কমাতে সক্রিয়ভাবে চেষ্টা করে চলেছে এবং অতিমারি পরিস্থিতিতে টিকার যথার্থ ব্যবহারের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশও দিয়েছে ।
কোভিড ১৯ অতিমারি বিশ্ব স্বাস্থ্য ক্ষেত্রকে এক অভূতপূর্ব সমস্যার সম্মুখে দাঁড় করিয়েছে । যার ফলে বিশ্ব যোগাযোগ এবং আচরণ পদ্ধতির ক্ষেত্রে পরিবর্তন এসেছে । কোভিড ১৯-এর বিরুদ্ধে সাধারণ মানুষকে রক্ষায় টিকাকরণই একমাত্র পথ । কোভিড ১৯ অতিমারিকে শেষ করতে নিরাপদ ও কার্যকর টিকাদান যথেষ্টই গুরুত্বপূর্ণ । তবে টিকা তৈরির ক্ষেত্রে অনেক সময় লাগে এবং এই টিকাগুলির চাহিদা সরবরাহের চেয়ে বহুগুণ বেশি । তাই অতিমারি মোকাবিলার জন্য এই মূল্যবান অস্ত্রটির সর্বোতম প্রয়োগ ও ন্যায়সঙ্গত ব্যবহার করা উচিত । কোভিড ১৯ টিকাকরণ প্রক্রিয়া বিশ্বব্যাপী শুরু হয়েছে । অতএব টিকার অপচয় হ্রাস করতে হবে । যাতে আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়, তারজন্য উদ্যোগ নিতে হবে । এক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টিকা অপচয়ের বিষয়টি ন্যূনতম করার পক্ষে বার বার জোর দিয়েছেন । যাতে টিকা সর্বাধিক সংখ্যায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য উদ্যোগ নিয়েছেন ।
প্রতিটি টিকার ডোজ সংরক্ষিত করে রাখার মানে আরও একজনকে টিকা দেওয়া । ভারতে কোভিড- ১৯ ভ্যাকসিন ইন্টালিজেন্স নেটওয়ার্ক(কো-উইন) ব্যবস্থাপনা ব্যবহার করা হচ্ছে । এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম । এখানে কেবলমাত্র সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করাই থাকছে না, কতজন টিকা নিয়েছেন তাও জানা যাচ্ছে । পাশাপাশি জাতীয়, রাজ্য ও জেলাস্তরে ২৯ হাজার কোল্ডচেইন পয়েন্টে সঠিক তাপমাত্রায় কত ডোজ মজুত রয়েছে, সেসম্পর্কেও বিস্তারিত তথ্য জানা সম্ভবপর হচ্ছে । বর্তমানে কোভিড ১৯ টিকাকরণ ক্ষেত্রে ‘ওপেন ভায়াল নীতি’ নেই । অর্থাৎ একটি ভায়াল খোলার পর এটি একটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার করতে হবে । টিকাদানকারীকে প্রতিটি ভায়াল খোলার তারিখ, সময় চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ভায়াল খোলার ৪ ঘন্টার মধ্যে সমস্ত খোলা টিকার শিশিগুলি ব্যবহার/বাতিল করতে হবে । বেশ কয়েকটি রাজ্য এই পদ্ধতিতে কোভিড ১৯ টিকাদানের ব্যবস্থা করেছে । টিকার যাতে কোন অপচয় না হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে যে, প্রতিটি টিকা পর্বে কমপক্ষে ১০০ জন সুবিধাভোগী যাতে টিকা পান তা সুনিশ্চিত করতে হবে । প্রত্যন্ত ও বিচ্ছিন্ন জনবহুল অঞ্চলের ক্ষেত্রে বেশি সংখ্যক টিকা গ্রহণকারী সুবিধাভোগীদের জন্য টিকাপর্বের আয়োজন করতে বলা হয়েছে । টিকার অপচয় রোধে সঠিক টিকা পর্বের পরিকল্পনা করতে বলা হয়েছে ।
যে কোন টিকাদান কর্মসূচি আয়োজন করার আগে যাতে অনেক বেশি সংখ্যক সুবিধাভোগী টিকা গ্রহণ করতে পারেন, সেবিষয়ে তৃণমূল স্তরে পরিকল্পনা অপরিহার্য । এবিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে । সমস্ত স্তরে কোভিড ১৯ টিকাকরণ অভিযানের বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে । এমনকি টিকার অপচয় রোধে কার্যকরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
CG/SS/RAB
(Release ID: 1726331)
Visitor Counter : 2847