কৃষিমন্ত্রক
কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ – এক অনিবার্য পরিবর্তন
Posted On:
11 JUN 2021 7:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ই জুন, ২০২১
কৃষি যান্ত্রিকীকরণ সংক্রান্ত উপ-মিশনের আওতায় কৃষকদের ক্ষমতায়নে ভারত সরকার বিভিন্ন কাজকর্মের জন্য তহবিল বরাদ্দ করে থাকে। এই তহবিলের মাধ্যমে বিভিন্ন রাজ্যকে কাস্টম হায়ারিং সেন্টার, ফার্ম মেশিনারী ব্যাঙ্ক, হাইটেক হাব স্থাপন সহ কৃষিকাজে ব্যবহৃত সহায়ক উপকরণ সংগ্রহে সাহায্য করা হয়।
কৃষি জমি, জলবিদ্যুৎ সম্পদ, মানব সম্পদ সহ বীজ, সার, কীটনাশক প্রভৃতি সামগ্রীর সর্বাধিক সদ্ব্যবহার কৃষি যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পক্ষান্তরে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং গ্রামীণ যুব সম্প্রদায়ের কাছে এক আকর্ষণীয় পেশা হিসেবে কৃষিকাজকে আরো বেশি লাভজনক করে তোলে। কৃষি ক্ষেত্রের দীর্ঘস্থায়ী উন্নয়নে কৃষি যান্ত্রিকীকরণ এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। দীর্ঘস্থায়ী ভিত্তিতে কৃষিকাজে যন্ত্রপাতির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেলে, তা উন্নত প্রযুক্তির প্রয়োগের সম্ভাবনা বাড়ায়।
কৃষি যান্ত্রিকীকরণ সংক্রান্ত উপ-মিশনের আওতায় ২০১৪ – ১৫ থেকে ২০২০ – ২১ পর্যন্ত পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ৫৩ কোটি ৮১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ২০২১ – ২২ এ এই কর্মসূচীর প্রথম কিস্তি বাবদ রাজ্যকে ২ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ২৫টি কাস্টম হায়ারিং সেন্টার গড়ে তুলতে খরচ করা হবে।
কৃষি যান্ত্রিকীকরণ সংক্রান্ত উপ-মিশন প্রসঙ্গে –
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ২০১৪ -১৫ তে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রের প্রয়োগ বাড়ানোর লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ সংক্রান্ত উপ-মিশন শুরু করে। কৃষিকাজে বিদ্যুতের সহজলভ্যতা কম এমন প্রত্যন্ত ও দূরবর্তী এলাকাগুলিতে কৃষিকাজে যন্ত্রের প্রয়োগ বাড়াতে এই কর্মসূচীর মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়ে আসছে। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে আধুনিক কৃষি পদ্ধতির প্রসার ঘটাতে এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষিকাজে মানব সম্পদ খাতে খরচ হ্রাস করার লক্ষ্যে এই কর্মসূচী সুদূর প্রসারী ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কৃষকদের আয় বাড়বে এবং কৃষি অর্থনীতির বিকাশ ঘটবে। দেশে কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার আরো প্রসারে এবং কৃষি যান্ত্রিকীকরণ সংক্রান্ত উপ-মিশনকে আরো নিবিড় করে তুলতে কাস্টম হায়ারিং সেন্টার তথা হাইটেক হাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এধরণের আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিরূপ আবহাওয়াজনিত ফসলের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো এবং ব্যক্তি মালিকানাধীন কৃষিকাজের ক্ষেত্রে খরচ সাশ্রয় করা সম্ভব হয়। কৃষিকাজের সঙ্গে যুক্ত শরিকদের কৃষি যান্ত্রিকীকরণ সংক্রান্ত বিষয়ে সচেতন করে তুলতে এবং কৃষিযন্ত্র সামগ্রীর কার্যকারিতা প্রমাণে সারা দেশে টেস্টিং বা পরীক্ষা কেন্দ্রগুলিতে এধরণের যন্ত্রের গুণমান যাচাই করে দেখা হয়েছে।
CG/BD/SFS
(Release ID: 1726327)
Visitor Counter : 1015